<p>আলিস আল ইসলামকে থামানো যাচ্ছিল না। দৌড়ে যেন মাঠের বাইরে বেরিয়ে যেতে চাচ্ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই অফ স্পিনার। আলিস যখন একের পর এক উইকেট  উদযাপনে সতীর্থদের ফাঁকি দিয়ে দৌড়াচ্ছিলেন, তখন গ্যালারিতে সমর্থকদের হুড়োহুড়ি স্টেডিয়াম ছাড়ার জন্য।</p> <p>সিলেট পর্বের প্রথম দিনে গতকাল মাঠে নেমেছিল স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। তবে তাদের ঘরে ফেরা রাঙাতে দেননি আলিস। নতুন বলে ৪ ওভারের স্পেলে ১ মেডেনসহ ১৭ রানে ৪ উইকেট নেন তিনি। এতে ৫২ রানে হারে সিলেট। কুমিল্লার এটি ৩ ম্যাচে দ্বিতীয় জয়। সিলেট হারল তিন ম্যাচের সবকটি।</p> <p>টস হেরে ব্যাট করতে নেমে ইমরুল কায়েসের ৩০ ও জাকের আলীর ২৯ রানের সুবাদে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩০ রান করে বর্তমান চ্যাম্পিয়নরা। রাতের ম্যাচ তুলনায় তুলনামূলক ছোট লক্ষ্য তাড়ায় নেমে আলিসের তোপে দিশেহারা সিলেটের ব্যাটাররা। ২৮ রানে হারায় ৬ উইকেট। জাকির হাসান (৪১) আর রায়ান বার্লের (১৪) সপ্তম উইকেটের ৪০ রানের জুটির পরেও ৭৮ রানে গুটিয়ে যায় সিলেট।</p>