<p>'রান ফর গ্রিন ঢাকা' এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর তত্বাবধায়নে অনুষ্ঠিত হয়ে গেল বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন। দেশি-বিদেশি প্রায় ৬ হাজারের বেশি দৌড়বিদ এবার অংশ নিয়েছেন। ৩০০ ফিটের শেখ হাসিনা সরণি থেকে শুরু হয়ে কাঞ্চন ব্রিজ হয়ে একই রাস্তায় ফেরত এসে আবার শেখ হাসিনা সরণিতে শেষ হয় দৌড়। ফুল ম্যারাথনে এলিট দৌড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন কেনিয়ার জোসেফ কিয়েংগো মুনিয়োকি। প্রায় ৪২ কিলোমিটার পথ পাড়ি দিতে তার সময় লেগেছে ২ ঘণ্টা ১২ মিনিট ৯ সেকেন্ড।</p> <p>এলিটের মহিলা বিভাগে ২ ঘণ্টা ৩২ মিনিট ৩৩ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন ইথিওপিয়ার লেনসা দেবেলে জালেটা। ফুল ম্যারাথনে সাফ অঞ্চলের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের আনিশ থাপা মাগার এবং মহিলা বিভাগে নেপালের সন্তোষী শ্রেষ্ঠা। প্রথমজন সময় নিয়েছেন ২ ঘণ্টা ১৭ মিনিট ৮ সেকেন্ড এবং দ্বিতীয় জনের সময় লেগেছে ২ ঘণ্টা ৪৬ মিনিট ২৩ সেকেন্ড।</p> <p>ফুল ম্যারাথনে বাংলাদেশিদের মধ্যে পুরুষ বিভাগে ২ ঘণ্টা ২৫ মিনিট ৩১ সেকেন্ড সময় নিয়ে মোঃ আল আমিন এবং ৩ ঘণ্টা ১৮ মিনিট ৪৬ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন পাপিয়া খাতুন। হাফ ম্যারাথনে বাংলাদেশিদের মধ্যে পুরুষ বিভাগে মোঃ সোহেল রানা এবং মহিলায় চ্যাম্পিয়ন হয়েছেন পৃথ্বী আকতার।</p> <figure class="image"><img alt="৫৫৫৫ " height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/rana/োূ.jpg" width="1000" /> <figcaption><em><strong>ছবিঃ লুৎফর রহমান </strong></em></figcaption> </figure> <p>প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেরাদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এসময় তিনি বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সেনাবাহিনী প্রধান আরো বলেছেন,'ম্যারাথনের সঙ্গে অনেক মানুষের সম্পৃক্ততা বেড়েছে এবং স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করছে। ম্যারাথন শুধু শারীরিক ও মানসিক সুস্থতা বাড়ায় না, এটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কও বাড়ায়।' এলিট, সাফ ও বাংলাদেশ; তিন ক্যাটাগরির ৩৫ জনকে আর্থিক সম্মাননা প্রদান করা হয়েছে।</p>