<p>তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে ভারত। ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজের পর প্রোটিয়াদের বিপক্ষেও দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। তুলনামূলক তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া দলকে নিজেদের সুবিধাজনক অবস্থা থেকে বেরিয়ে আসতে আহ্বান জানিয়েছেন ভারত অধিনায়ক।</p> <p>অপরিচিত কন্ডিশনে দলকে উজ্জীবিত করতে সূর্যকুমার বলেছেন, 'আপনি যখন ভারতের বাইরে যাবেন, তার মানে আপনি সুবিধাজনক অবস্থার বাইরে আছেন। যখন আপনি সত্যিকার অর্থে সুবিধাজনক অবস্থা থেকে বেরিয়ে এসে ভালো কিছু করবেন, তখন এটা নিয়ে অনেক বেশি আলোচনা হবে। যেটা ছেলেদের আরো বেশি উজ্জীবিত করবে।'</p> <p>দক্ষিণ আফ্রিকায় গতি এবং বাউন্সের সামনে পড়তে হবে তরুণ ভারতীয় দলকে। এ ধরনের কন্ডিশনে ভালো করার উপায় হিসেবে সূর্যকুমার বলেছেন, 'এ ধরনের উইকেটে ভালো করার সেরা উপায় হচ্ছে, নিজের মধ্যে থাকা। আমরা ভারতেও দ্রুতগতির পিচে খেলেছি। আমার মনে হয়, সবাই এটার মধ্যে মানিয়ে নিতে পারবে।'</p> <p>বিশ্বকাপ ফাইনাল হারের হতাশা থাকলেও খেলাটা উপভোগ করছেন বলে জানিয়েছেন সূর্যকুমার, 'এটা (ফাইনালে হারা) সত্যিই হতাশার। যেখান থেকে ঘুরে দাঁড়ানো কঠিন। কিন্তু সব সময় বলে আসছি, কোনো কিছু থেমে থাকবে না। এটার পর আমরা দারুণ একটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছি। আমরা উপভোগও করেছি।'</p>