<p>ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল লখনউ সুপার জায়ান্টসের মেন্টরের দায়িত্ব ছেড়ে কলকাতা নাইট রাউডার্সে একই পদে যোগ দিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর।</p> <p>কলকাতার অধিনায়ক হিসেবে ২টি আইপিএল শিরোপা জেতা গম্ভীরের আবার দলটিতে প্রত্যাবর্তন উপলক্ষে কেকেআর ফ্র্যাঞ্চাইজি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট শেয়ার করে লিখেছে, 'ঘরে ফেরায় স্বাগত।'</p> <p>কেকেআরে নতুন দায়িত্বে প্রত্যাবর্তন নিয়ে গম্ভীর বলেন, 'আমি কোনো আবেগী ব্যক্তি নই। অনেক কিছু আমাকে প্রভাবিত করে না। তবে এবারের ব্যাপারটা আলাদা। এবার সেখানেই ফিরে যাওয়া, যেখানে সবকিছুর শুরু। আমার হৃদয়ে কিছুটা আগুন জ্বলছে, কেননা আমি আবার বেগুনি এবং সোনালি পোশাক পরছি। আমি শুধু কেকেআরেই যোগ দিচ্ছি না, আনন্দের শহরে আসছি। আমি ফিরে আসছি, আমি ক্ষুধার্ত। আমি ২৩ নম্বর, আমি কেকেআর।'</p> <p>গম্ভীরের কলকাতায় যোগ দেয়ার বিষয়টি বেশ কিছুদিন ধরেই অনুমেয় ছিল। সম্প্রতি কোচিং স্টাফে একাধিক পরিবর্তন করছে লখনউ। প্রধান কোচ হিসাবে অ্যান্ডি ফ্লাওয়ারের সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়ায়নি দলটি। ফ্লাওয়ারের পরিবর্তে হেড কোচ হিসাবে অস্ট্রেলিয়ার সাবেক কোচ জাস্টিন ল্যাঙ্গারকে দায়িত্ব দিয়েছে। পাশাপাশি ক্রিকেট উপদেষ্টা হিসাবে সাবেক ক্রিকেটার ও এক সময় জাতীয় দলের নির্বাচক প্রধানের দায়িত্ব সামলানো এম এস কে প্রসাদকে দায়িত্ব দিয়েছে লখনউ।</p>