<p>বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চলতি মাসে শেষ হতো বাংলাদেশ পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের চুক্তি। তবে বিশ্বকাপের মধ্যে বোর্ডের সঙ্গে বনিবনা না হওয়ায় বাকি থাকা আর কয়েক দিনের মেয়াদ পূর্ণ করবেন না ডোনাল্ড। আজ পুনেতে দলের অনুশীলনেও ছিলেন না এই দক্ষিণ আফ্রিকান। ডোনাল্ডকে নিয়ে প্রশ্ন করা হলে বাংলাদেশ দলের প্রধান কোচ চণ্ডিকা হাতুরাসিংহে জানালেন, ডোনাল্ডের সঙ্গে কথা হয়নি তার।</p> <p>আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হাতুরাসিংহে বলেন, ‘আমি জানি না, আপনি এটি কোথায় (ডোনাল্ডের চাকরি ছাড়ার খবর) পেয়েছেন। আমি জানি, বিশ্বকাপের মধ্য দিয়ে কয়েকজন কোচ তাদের চুক্তির মেয়াদ পূর্ণ করতে চলেছেন। না, (ডোনাল্ডের সঙ্গে) আমার ব্যক্তিগতভাবে কোনো কথা হয়নি।’</p> <p>ডোনাল্ড গতকাল কালের কণ্ঠকে জানিয়েছেন, শেষবেলায় বোর্ড থেকে অবমূল্যায়ন করা হয়েছে তাকে।  আক্ষেপ আর অসন্তুষ্টি নিয়ে ভারত থেকে দেশে ফিরে যাবেন তিনি। হাতুরাসিংহে অবশ্য স্বীকার করেছেন, বাংলাদেশ দলের পেস বোলিং বিভাগকে বদলে দিয়েছেন ডোনাল্ড। বাংলাদেশ ক্রিকেটে তার শূন্যতা অনুভব করবেন হেড কোচ।</p> <p>হাতুরাসিংহে বলেন, ‘(অস্ট্রেলিয়ার বিপক্ষে) ম্যাচের পর তার সঙ্গে আমরা কথা বলব। এখানে আসার পর থেকে তিনি দারুণ কাজ করেছেন। ফাস্ট বোলিং ইউনিটের পাশাপাশি দলের সাফল্যে তিনি অবদান রেখেছেন। কারণ তিনি দলে অনেক অভিজ্ঞতা ও ব্যক্তিত্ববোধ যোগ করেন। কোচিং প্যানেলে তিনি দারুণ সংযোজন। তার সঙ্গে কাজ করার আমার অভিজ্ঞতাও দারুণ। তো তাকে মিস করব।’ </p>