<p>ফিফা র‍্যাংকিংয়ে ছয় ধাপ এগিয়েছে বাংলাদেশ ফুটবল দল। গত সেপ্টেম্বরে ১৮৯ স্থানে ছিল বাংলাদেশ। আজ ফিফার সর্বশেষ হালনাগাদে ১৮৩তম স্থানে উঠে এসেছে হাভিয়ের কাবরেরার দল।</p> <p>এ মাসে বিশ্বকাপ বাছাই প্লে অফে মালদ্বীপের বিপক্ষে প্রথম লেগে ১-১ গোলে ড্র এবং ফিরতি লেগে তাদের ২-১ গোলে হারিয়ে বাছাইয়ের পরের ধাপে গেছে বাংলাদেশ। এই জয়ের প্রভাব পড়েছে র‍্যাংকিংয়ে। এর আগে সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে খেলার কারণে তিন ধাপ এগিয়েছিল বাংলাদেশ।</p> <p>দক্ষিণ এশিয়ার মধ্যে সবার ওপরে আছে ভারত। তাদের অবস্থান ১০২-এ। বাংলাদেশের কাছে হারা মালদ্বীপ নেমে গেছে ১৬১-তে। নেপাল ১৭৩ এবং ভুটান আছে ১৮২তম স্থানে। পাঁচ বছর পর আন্তর্জাতিক ফুটবলে প্রথম জয় পাওয়া পাকিস্তান এগিয়েছে ৪ ধাপ। ১৯৭ থেকে ১৯৩তম স্থানে উঠে এসেছে তারা।</p> <p>যথারীতি শীর্ষস্থানে আর্জেন্টিনা। এরপর ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড ও বেলজিয়াম। নবম স্থান থেকে ষষ্ঠ স্থানে উঠে এসেছে পর্তুগাল। আর দশ থেকে আটে উঠে এসেছে স্পেন।</p>