kalerkantho

রবিবার । ৪ ডিসেম্বর ২০২২ । ১৯ অগ্রহায়ণ ১৪২৯ । ৯ জমাদিউল আউয়াল ১৪৪৪

হাসপাতালে নাসিম, বাংলাদেশের বিপক্ষে খেলা নিয়ে শঙ্কা

অনলাইন ডেস্ক   

২৯ সেপ্টেম্বর, ২০২২ ১৫:৩৬ | পড়া যাবে ১ মিনিটেহাসপাতালে নাসিম, বাংলাদেশের বিপক্ষে খেলা নিয়ে শঙ্কা

পাকিস্তানের তরুণ পেসার নাসিম শাহের নিউমোনিয়া ধরা পড়েছে। এজন্য বুধবার রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচটি খেলা হয়নি তাঁর।

এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে নাসিম শাহ এবং মেডিকেল প্যানেলের তত্ত্বাবধানে আছে।

বিজ্ঞাপন

সামনের ম্যাচগুলো সে খেলতে পারবে কিনা এবং নিউজিল্যান্ডে যাওয়ার বিষয়ে মেডিকেল প্যানেল সিদ্ধান্ত নেবে। ’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ড একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে। নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য সেই সিরিজে নাসিমকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। আগামী ৭ অক্টোবর নিউজিল্যান্ডের মাটিতে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। এই সিরিজ খেলতে পাকিস্তান দল নিউজিল্যান্ডের উদ্দেশে উড়াল দেবে আগামী ৩ অক্টোবর। দলের সঙ্গে নাসিমের নিউজিল্যান্ড যাওয়া নিয়ে এখনো অনিশ্চিত।

৭ অক্টোবর বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হবে। তাই বাংলাদেশের বিপক্ষে নাসিমকে পাওয়া নিয়ে শঙ্কা আছে।সাতদিনের সেরা