kalerkantho

রবিবার । ৬ আষাঢ় ১৪২৮। ২০ জুন ২০২১। ৮ জিলকদ ১৪৪২

কোয়ারেন্টিনে হাঁপিয়ে ওঠা বোল্ট ইংল্যান্ড সিরিজ খেলবেন না

অনলাইন ডেস্ক   

৭ মে, ২০২১ ২০:১৭ | পড়া যাবে ১ মিনিটেকোয়ারেন্টিনে হাঁপিয়ে ওঠা বোল্ট ইংল্যান্ড সিরিজ খেলবেন না

পরিবারকে সময় দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে খেলবে না নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। অবশ্য ১৮ জুন থেকে শুরু হতে যাওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তিনি ভারতের বিপক্ষে খেলবেন। 

আইপিএলের কারণে বোল্টের ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলার কথা ছিল না। তবে করোনার কারণে হঠাৎ আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় তার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলার সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু কোয়ারেন্টিন ইস্যু এবং পরিবারকে সময় দেয়ার লক্ষ্যেই টেস্ট সিরিজে খেলবেন না বোল্ট।

নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট এক বিবৃতিতে জানান, 'যুক্তরাজ্যে যাওয়ার আগে বোল্ট পরিবারকে সময় দিতে চাচ্ছে। আমরা তার সিদ্বান্তকে পূর্ণ সমর্থন দিচ্ছি।' উল্লেখ্য, একটি চার্টার্ড ফ্লাইটে আইপিএলে থাকা অন্যান্য স্বদেশিদের সাথে আজ দেশে ফেরার কথা রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা বোল্টের।সাতদিনের সেরা