kalerkantho

বৃহস্পতিবার । ২৩ বৈশাখ ১৪২৮। ৬ মে ২০২১। ২৩ রমজান ১৪৪২

১২২ নম্বর টেস্টে ১৫তম জয়ের আশায় বাংলাদেশ

অনলাইন ডেস্ক   

২০ এপ্রিল, ২০২১ ১৬:০৫ | পড়া যাবে ২ মিনিটে১২২ নম্বর টেস্টে ১৫তম জয়ের আশায় বাংলাদেশ

ছবি : এএফপি

পেছনের সকল ব্যর্থতাকে ভুলে নতুনভাবে শুরুর লক্ষ্য নিয়ে আগামীকাল বুধবার থেকে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে। সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অর্ন্তুভুক্ত। করোনার কারণে গত বছর দুই বার সিরিজটি স্থগিত হয়েছিল।

করোনা বিরতির পর প্রথম মাঠে ফিরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতে বাংলাদেশ। তবে ক্যারিবীয়দের কাছে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে হারতে হয়। সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কয়েকজন শীর্ষ খেলোয়াড় অংশ নেয়নি। তারপরও টেস্ট সিরিজে বিধ্বস্ত হয় বাংলাদেশ। এরপর নিউজিল্যান্ড সফরে গিয়ে পেতে হয় তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হেয়াইটওয়াশের লজ্জা। বাংলাদেশের এমন পারফরমেন্সে চারদিক থেকে ধেয়ে আসছে সমালোচনা।

তবে শ্রীলঙ্কার বিপক্ষে ভালো করার ব্যাপারে আশাবাদি বাংলাদেশ। কারণ লঙ্কানদের মাটিতে অতীত পারফরমেন্স খারাপ নয়। টেস্ট ফরম্যাটে পথচলা শুরুর পর ১২১ টেস্ট খেলেছে বাংলাদেশ। জিতেছে মাত্র ১৪টিতে। হেরেছে ৯১টি। এরমধ্যে ৪৩টি ম্যাচে ইনিংস ব্যবধানে হার টাইগারদের। বাকী ১৬টি ড্র হয়। এমন পরিসংখ্যানে প্রশ্ন জাগে, বাংলাদেশ ক্রিকেটের অভিজাত এই ফরম্যাটে খেলার সামর্থ্য রাখে কি-না? তারপরও শেষ দুই বারের শ্রীলঙ্কা সফরে টাইগারদের খালি হাতে ফিরতে হয়নি।

এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ২০টি টেস্ট খেলেছে বাংলাদেশ। জিতেছে মাত্র ১টিতে। হেরেছে ১৬টিতে। তবে শেষ পাঁচ লড়াইয়ে ১টি জয়ের সাথে দুই টি ড্রও ছিল। শ্রীলঙ্কার মাটিকে টাইগারদের জয়টি এসেছিল ২০১৭ সালে। যা ছিল বাংলাদেশের শততম টেস্ট। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের পর প্রতিপক্ষের মাটিতে একমাত্র শ্রীলঙ্কার বিপক্ষেই টাইগাররা জয় পেয়েছে। ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ে খর্বশক্তির দল হলেও পূর্ণ শক্তির শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ। তাই লঙ্কানদের বিপক্ষে সেই জয়টি অবিস্মরণীয়।সাতদিনের সেরা