kalerkantho

বৃহস্পতিবার । ২১ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৪ জুন ২০২০। ১১ শাওয়াল ১৪৪১

আবারও অবসরের ইঙ্গিত কোহলির!

কালের কণ্ঠ অনলাইন   

৪ এপ্রিল, ২০২০ ১৮:৪৭ | পড়া যাবে ২ মিনিটেআবারও অবসরের ইঙ্গিত কোহলির!

কয়েকমাস আগে আকার ইঙ্গিতে ক্রিকেটের যেকোনো একটি ফরম্যাট থেকে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এবার করোনাভাইরাসের দাপটে গৃহবন্দি কোহলি আবারও একই কথা বললেন। বয়স ৩১ হয়ে গেছে। তিন সংস্করণের ক্রিকেটেই তার ব্যাপক চাহিদা আছে। কিন্তু বয়সটা বেড়ে যাওয়ায় এত লোড নিতে পারছেন না তিনি। তাছাড়া ভারত বিশ্বের সবেচয়ে বেশি ক্রিকেট ম্যাচ খেলে। একের পর এক সিরিজ লেগেই থাকে। তাই যে কোনো এক সংস্করণ বাদ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন কোহলি।

বৃহস্পতিবার ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসনের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে ভারত অধিনায়ক বলেন, 'সত্যিকার অর্থে আমার বিশ্রামের প্রয়োজন। গত দুই-তিন বছরে আমাকে অনেক খেলতে হয়েছে। যখনই পেরেছি বিশ্রাম নিয়েছি। হয়তো এখানে একটি ওয়ানডে সিরিজ, তারপর কোনো টি-টোয়েন্টি সিরিজ। আমি টেস্ট ক্রিকেটটা মিস করতে চাই না। কিছু টি-টোয়েন্টি ম্যাচ ছিল যখন আমার মনে হয়েছে এর কোনো মানে হয় না। আমি সংবাদ সম্মেলনেও এ নিয়ে বলেছি। আমি বলেছি এমন ম্যাচ খেলা ঠিক না যার জন্য আপনি কোনো অনুপ্রেরণা খুঁজে পাচ্ছেন না। আমি এভাবে খেলা পছন্দ করি না।'

ক্রিকেটের বনেদি সংস্করণ টেস্ট ক্রিকেট খুব পছন্দ কোহলির। তাই হিসেব বলছে, ওয়ানডে বা টি-টোয়েন্টির কোনো একটা তিনি বাদ দিতে পারেন। আগামী ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে। সে পর্যন্ত খেলে যেতে চান বিশ্বের ভয়ংকরতম এই ব্যাটসম্যান, '৯ বছর ধরে এক টানা তিন ফরম্যাটে খেলে যাচ্ছি, আইপিএল তো আছেই। ছয় বছর ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব করছি। বিষয়টি এত সহজ নয়। আগামী বিশ্বকাপ পর্যন্ত দুই-তিন বছরের জন্য একটা সময় বেঁধে দিয়েছি। তত দিন আমার সর্বোচ্চটাই দেব। এর পর কী অবস্থা, কোন ফরম্যাট- এসব নিয়ে চিন্তা করব।'

মন্তব্যসাতদিনের সেরা