<p>রাজধানীতে অবস্থিত সৌদি দূতাবাসের একটি তাঁবুতে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আজ শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার একটু আগে (৫ টা ৫৩ মিনিট) আগুন লাগার ঘটনা ঘটেছে।</p> <p>ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।</p> <p>লিমা খানম বলেন, ‘সৌদি দূতাবাসের ভেতরে একটি তাঁবুতে আগুন লেগেছে। পরে আমাদের খবর দিলে, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।’ তবে আগুনটি কিভাবে লেগেছিল তা জানতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।</p>