kalerkantho

সোমবার । ১৬ ডিসেম্বর ২০১৯। ১ পোষ ১৪২৬। ১৮ রবিউস সানি                         

ব্যালন ডি’অরের বর্ষসেরা গোলরক্ষক হলেন আলিসন

কালের কণ্ঠ অনলাইন   

৩ ডিসেম্বর, ২০১৯ ০৯:২২ | পড়া যাবে ১ মিনিটেব্যালন ডি’অরের বর্ষসেরা গোলরক্ষক হলেন আলিসন

ব্যালন ডি’অরের বর্ষসেরা গোলরক্ষকের খেতাব জিতলেন লিভারপুল ও ব্রাজিলের আলিসন বেকার। গতকাল সোমবার সন্ধ্যায় এক জমকালো অনুষ্ঠানে পুরস্কারটি তার হাতে তুলে দেওয়া হয়।

সম্মানজন এই পুরস্কারটি জিততে বার্সেলোনার মার্ক আন্দ্রে টার স্টেগেন ও ম্যানচেস্টার সিটির এদারসনকে পেছনে ফেলেন আলিসন।

উল্লেখ্য, গত মৌসুমে নিজ ক্লাব লিভারপুলের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতেন আলিসন। এছাড়া জাতীয় দল ব্রাজিলের হয়ে কোপা আমেরিকার ট্রফিও জয় করেন তিনি।

মন্তব্যসাতদিনের সেরা