kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

ব্যাটিংয়ে ভারত, মেহেদি-সাইফের তাণ্ডবে ১৫০ পেরোতেই ৭ উইকেট নেই

কালের কণ্ঠ অনলাইন   

২০ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:৪৪ | পড়া যাবে ১ মিনিটেব্যাটিংয়ে ভারত, মেহেদি-সাইফের তাণ্ডবে ১৫০ পেরোতেই ৭ উইকেট নেই

স্বাগতিক ভারত অনূর্ধ্ব ২৩ দলের বিপক্ষে পাঁচটি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। টসে জিতে ফিল্ডিং করছে টাইগার যুবারা। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ ৪৬ ওভারে ৭ উইকেটে ১৬৫ রান।

ফিল্ডিং নেমে শুরুতেই উইকেট নেন পেসার আবু হায়দার রনি। ফলে শুভ সূচনা হয়নি ভারতের। তবে দ্বিতীয় উইকেট জুটিতে বিপর্যয় সামলান মাধব কৌশিক ও বি আর শারাথ। কিন্তু শফিকুল ইসলাম ও মেহেদি হাসানের জোড়া আঘাতে খেলায় ফিরে সফরকারী বাংলাদেশ দল। আর তারপরই শুরু হয় মেহেদি হাসানের তান্ডব। একাই তিন উইকেট তুলে নিয়েছেন এই অফ স্পিনার। মেহেদির পাশপাশি দুই উইকেট নিয়েছেন অধিনায়ক সাইফও। 

উল্লেখ্য, ভারত সফরে মোট পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দল। একই মাঠে সিরিজের বাকি ম্যাচগুলো ২১, ২৩, ২৫, ও ২৭ সেপ্টেম্বর যথাক্রমে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল:
সাইফ হাসান (অধিনায়ক), জাকির হাসান, সাব্বির হোসেন, মোহাম্মদ আল-আমিন, ইয়াসির আলি চৌধুরী, রবিউল হক, জাকের আলি অনিক (উইকেটরক্ষক), শফিকুল ইসলাম, আরিফুল হক, মেহেদী হাসান ও আবু হায়দার রনি।

মন্তব্যসাতদিনের সেরা