kalerkantho

শুক্রবার । ২২ নভেম্বর ২০১৯। ৭ অগ্রহায়ণ ১৪২৬। ২৪ রবিউল আউয়াল ১৪৪১     

টাইগারদের নতুন টেস্ট জার্সিতে থাকছে নাম ও নম্বর

কালের কণ্ঠ অনলাইন   

৪ সেপ্টেম্বর, ২০১৯ ০৯:০০ | পড়া যাবে ১ মিনিটেটাইগারদের নতুন টেস্ট জার্সিতে থাকছে নাম ও নম্বর

১৪২ বছরের পুরনো নিয়ম ভেঙে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার চলতি অ্যাশেজ সিরিজে প্রথমবারের মতো নাম ও নম্বর সম্বলিত জার্সি পরে খেলতে দেখা গেছে। এরপরে শ্রীলংকা-নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ-ভারত সিরিজেও একই দৃশ্য দেখা গেছে। এবার সেই তালিকায় নাম লেখাল বাংলাদেশও। ওয়ানডে ও টি-টোয়েন্টির মতো টাইগারদের নতুন টেস্ট জার্সিতেও থাকছে নাম ও নম্বর। নতুন এই জার্সি পরেই ৫ সেপ্টেম্বর আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলতে নামবেন সাকিব আল হাসানরা।

গতকাল মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগারদের নাম ও নম্বর সম্বলিত নতুন টেস্ট জার্সি উন্মোচন করা হয়। এ সময় নতুন জার্সি পরে এক চোট মহড়াও দিলেন সাকিব-সৌম্যরা। 

জানা গেছে, তাদের ওয়ানডে ও টি-টোয়েন্টির জার্সির নম্বরই নতুন জার্সিতে থাকছে। নতুনদের জন্য থাকছে তাদের পছন্দমতো নতুন নম্বর।

মন্তব্যসাতদিনের সেরা