<p>বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিতে নিহত আশরাফুল ইসলামের পরিবারের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। নিহতের স্ত্রী লাবনী আক্তার ইতি ও তার দুই সন্তান সিফাত (১০) ও উর্মির (৭) হাতে চাল, ডালসহ এসব উপহার দেওয়া হয়। </p> <p>আজ মঙ্গলবার (২৮ আগস্ট) দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার শহরতলি হাটসহরিপুরে বসুন্ধরা শুভসংঘের উপহারের প্যাকেট তুলে দেন কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মজিবুল শেখ। </p> <p>এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কুষ্টিয়া জেলার উপদেষ্টা ও কালের কণ্ঠ’র কুষ্টিয়া জেলা প্রতিবেদক তারিকুল হক তারিক, সাধারণ সম্পাদক বিপুল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক শাকিল প্রামাণিক, দপ্তর সম্পাদক নাফিস আহম্মেদ প্রমুখ। </p> <p>উপহারসামগ্রীর মধ্যে ছিল ২৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি তেল, ১ কেজি লবন,৩ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি রসুন ও কাঁচা মরিচ রয়েছে। </p> <p>বসুন্ধরা শুভসংঘের উপহার পেয়ে আশরাফের পরিবার উচ্ছ্বাস প্রকাশ করে। আশরাফের স্ত্রী লাবনী আক্তার বলেন, ‘বসুন্ধরা আমাদের জন্য এই উপহার পাঠিয়েছে। আমরা ‍উনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’ </p> <p>কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মজিবুল শেখ বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ সব সময়ই অসহায় মানুষের পাশে দাঁড়ায়। মানুষের প্রতি মানবতা দেখায়, যা বিরল। আমরা বসুন্ধরার আরো সাফল্য কামনা করি।’</p>