<p>ময়মনসিংহের তারাকান্দায় বসুন্ধরা শুভসংঘের আয়োজনে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। রবিবার (২৪ মার্চ) উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন যাত্রীছাউনির সামনে অর্ধশতাধিক রিকশা-ভ্যানচালক, অটোরিকশাচালক এবং পথচারীর মাঝে ওই ইফতার বিতরণ করা হয়। </p> <p>ইফতার পেয়ে রিকশাচালক খোকন মিয়া বলেন, ‘বসুন্ধরার লাইগা দোয়া করি, তারা যেন মানুষের জন্য আরো বেশি ভালা কাম করে। সারা দিন রিকশা চালানোর পর আজকে ভালা কিছু দিয়ে ইফতারি করতে পারমু।’ </p> <p>এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা শুভসংঘের সভাপতি আবু সায়েম, সাধারণ সম্পাদক নাফিউন হাসান মুবীন, সদস্য রাফি তালুকদার, আশিক, তৌফিক প্রমুখ।</p> <p>তারাকান্দা উপজেলা শুভসংঘ শাখার সভাপতি আবু সায়েম বলেন, ‘প্রতিবছর বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এমন মানবিক কাজ করছি। আমরা সব সময় মানবিক কাজে অসহায় মানুষের পাশে থাকব।’</p>