<p>ময়মনসিংহের তারাকান্দা উপজেলার চড়ারকান্দা গ্রামে অবস্থিত বসুন্ধরা শুভসংঘ স্কুলের (ক্যাম্পাস-১৪) বার্ষিক মূল্যায়নের ফলাফল প্রকাশিত হয়েছে। আজ রবিবার (৩১ ডিসেম্বর) সকালে বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিশু, প্রথম ও দ্বিতীয় শ্রেণির ফলাফল প্রকাশ করা হয়।</p> <p>স্কুলের শিক্ষক মো. আবু সায়েম শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে ফলাফল প্রকাশ করেন। প্রকাশিত ফলাফলে শিশু শ্রেণি থেকে মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করে তাসনিম সাফা, দ্বিতীয় ফারিয়া মণি ও তৃতীয় মুবীন হাসান। প্রথম শ্রেণি থেকে প্রথম সামিয়া খাতুন, দ্বিতীয় জিন্নাত নূর রিশা, তৃতীয় ফাহিম মিয়া এবং দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম মারিয়া, দ্বিতীয় মাইন মিয়া ও তৃতীয় স্থান অর্জন করে মীম আক্তার।</p> <p>বিদ্যালয়ের শিক্ষিকা শান্তা ইসলাম নুপুর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে রং পেন্সিল পুরস্কার প্রদান করেন। একই সঙ্গে সকল শিক্ষার্থীর মাঝে চকলেট বিতরণ করা হয়।</p> <p>ফলাফল নিতে আসা শিশু শ্রেণির শিক্ষার্থী ফারিয়া মণির মা জানান, সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার স্বামী। কিন্তু স্বামীর স্বল্প আয়ে তাদের মানবেতর জীবনযাপন করতে হয়। এরমাঝে সন্তানের শিক্ষার পিছনে অর্থ ব্যয় করা অসম্ভব। বসুন্ধরা শুভসংঘ স্কুলে বিনা মূল্যে শিক্ষাদানসহ শিক্ষার জন্য প্রয়োজনীয় সামগ্রী দেয়া হয়। তাই তিনি তার সন্তানকে পড়ালেখা করাতে পারছেন। এ সময় তিনি বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।</p>