<p>আজকাল আমরা এমন সব প্রযুক্তি নিয়ে কাজ করছেন বিজ্ঞানীরা, আমাদের দৈনন্দিন জীবনের অংশ হিসেবে সেগুলো দ্রুত জনপ্রিয় হচ্ছে। এর মধ্যে অন্যতম হলো ব্যাটারি প্রযুক্তি। সম্প্রতি বিজ্ঞানীরা এমন একটি ব্যাটারি ডিজাইন করেছেন, যা ভাঁজ করলে, ভেঙে গেলে বা কেটে ফেললেও কার্যক্ষমতা হারায় না।  দীর্ঘস্থায়ী এই ব্যাটারির টেকসই শক্তির জন্য এক নতুন অধ্যায় সূচনা করতে পারে।</p> <p>বিশেষ প্রযুক্তিতে তৈরি এই ব্যাটারি ভেঙে গেলেও এর ভেতরের ইলেক্ট্রোডগুলির মধ্যে কার্যক্ষমতা বজায় থাকে। এই ধরনের ব্যাটারি লিথিয়াম-সালফার প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এই প্রযুক্তি বর্তমানের লিথিয়াম-আয়ন ব্যাটারির তুলনায় বেশ উন্নত। এর এক বিশেষ গুণ হলো এটি বেশি শক্তি ধরে রাখতে পারে এবং পরিবেশবান্ধব। কারণ এতে সালফার ব্যবহার করা হয়, যা সহজলভ্য এবং তুলনামূলকভাবে কম ক্ষতিকারক।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইলেকট্রনের অদ্ভুত লাফ : পর্ব ৩" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/28/1727517129-4dd64de5b3fcaba5cbde5299f59ba5c0.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইলেকট্রনের অদ্ভুত লাফ : পর্ব ৩</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/09/28/1429759" target="_blank"> </a></div> </div> <p>ভাঁজ করলে বা ভেঙে গেলেও এই ব্যাটারি ইলেক্ট্রোডগুলির মধ্যে সংযোগ বজায় থাকে। গবেষকরা বিভিন্ন প্রক্রিয়া ব্যবহার করে এটি পরীক্ষা করেছেন এবং দেখেছেন, এমনকি এটি ভেঙে যাওয়ার পরও দীর্ঘ সময় ধরে কাজ করতে পারে। </p> <p>এই ধরনের ব্যাটারি প্রযুক্তি কেবলমাত্র টেকসই নয়, বরং এটি দৈনন্দিন জীবনেও বেশ সহায়ক হতে পারে। বিশেষ করে, এই ব্যাটারি দিয়ে তৈরি ডিভাইসগুলো ভাঁজযোগ্য বা ফ্লেক্সিবল হতে পারে। যেমন ফোল্ডেবল স্মার্টফোন বা পরিধানযোগ্য ডিভাইসের ক্ষেত্রে এটি কার্যকরী হতে পারে। এমনকি এটি বিভিন্ন গ্যাজেট যেমন ইলেকট্রনিক বই, স্মার্টঘড়ি এবং অন্যান্য ছোট ইলেকট্রনিক যন্ত্রপাতিতে ব্যবহার করা যেতে পারে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মহাকাশে তুষারমানব!" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/26/1727347531-f4b920c9a9940d028cec6c5fe8d77bea.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মহাকাশে তুষারমানব!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/09/26/1429133" target="_blank"> </a></div> </div> <p>এই নতুন লিথিয়াম-সালফার ব্যাটারি আমাদের সামনে এক নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। টেকসই শক্তি এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি সমাধানের জন্য এই ধরনের উদ্ভাবন ভবিষ্যতে আরও বেশি প্রাসঙ্গিক হতে চলেছে, বিশেষ করে পরিবেশের উপর কম প্রভাব ফেলতে সক্ষম এমন প্রযুক্তির ক্ষেত্রে।</p> <p>সূত্র: সায়েন্স ডেইলি<br />  </p>