<p>অশ্বডিম্ব! ঘোড়া ডিম পাড়ে না। তাই প্রথমেই ঘোড়াকে বাদ দিতে পারেন তালিকা থেকে। জঙ্গলে অনেক কিছুই ডিম পাড়ে। কিন্তু জঙ্গলের প্রাণী তো আর আপনার বাসায় এসে ডিম পেড়ে যাবে না। তাহলে পোষা কোনো মুরগি, পাখির ডিম?</p> <p>প্রথম দেখায় মনে হতে পারে মুরগির ডিম। ফেসবুকে ছবি পোস্ট করে বন্ধুদের কাছে প্রশ্ন করেছিলাম, কিসের ডিম বলুন তো? কেউ বলেছিলেন মুরগির ডিম, কেউ বলেছিলেন সাপের, কেউ কচ্ছপের ডিম, কেউ বলেছিলেন কুমিরের ডিম। একজন মজা করে বলেছিলেন ডাইনোসরের ডিম! কিন্তু সঠিক উত্তর কেউ দিতে পারেননি। </p> <p>যে প্রাণীর ডিম সেটাকে পুষতে হয় না। সবার বাড়িকেই নিজের বাড়ি মনে করে বাস করে এরা। না সাপের ডিমও নয় এগুলো। তবে ডাইনোসর না হলেও, ডাইনোসরের খুদে সংস্করণ বলতে পারেন প্রাণীটাকে। </p> <p>ঠিক ধরেছেন। এগুলো টিকটিকির ডিম। আপনাদের বোঝার সুবিধার্থে দ্বিতীয় ছবিটা দিলাম।</p> <figure class="image"><img alt="দেয়ালের ইটের খাঁজে এভাবেই পাওয়া যায় টিকটিকির ডিম" height="452" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/RONY/main-qimg-90a2dcdda75d5dfd274215f4513155cf.jpg" width="602" /> <figcaption>দেয়ালের ইটের খাঁজে এভাবেই পাওয়া যায় টিকটিকির ডিম। ছবি : লেখক।</figcaption> </figure> <p>আমাদের ঘরে, দেয়ালে যেসব টিকটিকি ঘুরে বেড়ায় তাদের ডিম। আকার একটা বুটের দানার চেয়েও ছোট। কিন্তু ডিএসএলআর ক্যামেরা দিয়ে খুব কাছ তোলা বলে বোঝা কঠিন। প্রথম ছবিটা রাখা হয়েছে একটা ইটের ওপর। আর দ্বিতীয় ছবিটা ঘরের দেয়ালে দুই ইটের খাঁজের ভেতর।</p>