<article> <p style="text-align: justify;">শরীরে কারেন্ট শক লাগলে কতটুকু বা কী ধরনের ক্ষতি হবে, সেটি নির্ভর করে কারেন্টের ধরন, ভোল্টেজ, আক্রান্ত হওয়ার সময় ভিকটিমের শারীরিক অবস্থা এবং কত দ্রুত চিকিৎসা করা হয়েছে তার ওপর। সাধারণত বাসাবাড়িতে বিদ্যুতের যে লাইন, সেখানে ভোল্টেজ কম থাকে এবং এর দ্বারা তুলনামূলক কম ক্ষতি হয়ে থাকে। রাস্তার পাশে বিদ্যুতের লাইনে ভোল্টেজ অনেক বেশি, সে ক্ষেত্রে ক্ষতিও বেশি।</p> <p style="text-align: justify;">কারেন্ট শক লাগার ফলে শরীরের অংশ যেমন পুড়ে যেতে পারে, ঠিক তেমনি শরীরের চামড়ায় কোনো ধরনের চিহ্ন নাও থাকতে পারে। দুই ক্ষেত্রেই শরীরের ভেতর দিয়ে বিদ্যুত্প্রবাহের ফলে ক্ষতি হয়। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে এবং রোগীর মৃত্যু হতে পারে।</p> </article> <article> <p style="text-align: justify;"><strong>যা মনে রাখা জরুরি</strong></p> <p style="text-align: justify;">বিদ্যুৎস্পৃষ্ট হলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে—</p> <p style="text-align: justify;">♦ আক্রান্ত ব্যক্তি যদি কারেন্টের সঙ্গে লেগে থাকেন, তাহলে কোনো অবস্থাতেই মেইন লাইন বন্ধ না করে তাঁকে স্পর্শ করা যাবে না।</p> </article> <p style="text-align: justify;">♦ হাই ভোল্টেজ ইলেকট্রিক শকের ক্ষেত্রে দ্রুত ইমার্জেন্সি সাহায্য চাইতে হবে।</p> <article> <p style="text-align: justify;">♦ কারেন্টের কারণে আগুনের সূত্রপাত হলে এর কাছে যাওয়া উচিত হবে না এবং ন্যূনতম ২০ ফুট দূরে অবস্থান করতে হবে।</p> <p style="text-align: justify;"> </p> <p style="text-align: justify;"><strong>কখন হাসপাতালের জরুরি সেবা প্রয়োজন?</strong></p> <p style="text-align: justify;">♦ কারেন্ট শক থেকে পুড়ে গেলে</p> <p style="text-align: justify;">♦ শ্বাস নিতে কষ্ট হলে</p> <p style="text-align: justify;">♦ অজ্ঞান হলে</p> <p style="text-align: justify;">♦ মাংসপেশিতে তীব্র ব্যথা হলে</p> <p style="text-align: justify;">♦ বুক অতিরিক্ত ধড়ফড় করলে</p> <p style="text-align: justify;">♦ খিঁচুনি হলে</p> <p style="text-align: justify;"> </p> <p style="text-align: justify;"><strong>প্রতিরোধ</strong></p> <p style="text-align: justify;">কারেন্ট শক থেকে বাঁচতে সতর্কতার বিকল্প নেই। শুধু নিজে সতর্ক হলে হবে না, পরিবারের সব সদস্য, সমাজের সবাইকেই এর ভয়াবহতা সম্পর্কে জানতে হবে এবং সতর্ক হতে হবে।</p> </article> <article> <p style="text-align: justify;">♦ বাসাবাড়িতে বৈদ্যুতিক সংযোগের সময় মানসম্মত সরঞ্জাম যেমন : বৈদ্যুতিক তার, সুইচ, প্লাগ, ফিউজ ইত্যাদি ব্যবহার করা।</p> <p style="text-align: justify;">♦ লাইন টানার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন গ্রাউন্ডিং বা আর্থিং সুবিধা নিশ্চিত হয়েছে কি না।</p> <p style="text-align: justify;">♦ বৈদ্যুতিক সকেটগুলো এমন যায়গায় স্থাপন করতে হবে যেন এগুলো বাচ্চাদের হাতের নাগালের বাইরে থাকে। অব্যবহৃত সকেটে সেফটি গার্ড ব্যবহার করা উত্তম।</p> <p style="text-align: justify;">♦ বছরে অন্তত দুইবার বৈদ্যুতিক লাইন ও যন্ত্রাংশ পরীক্ষা করে দেখা, নষ্ট ও ত্রুটিপূর্ণ যন্ত্রাংশ দ্রুততম সময়ে পরিবর্তন করা।</p> </article> <article> <p style="text-align: justify;">♦ দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু না করা, প্রয়োজনে সার্ভিসিং করিয়ে তারপর ব্যবহার করা।</p> <p style="text-align: justify;">♦ কারখানার শ্রমিক, বৈদ্যুতিক লাইনম্যান, যাঁরা কাছে থেকে কাজ করেন তাঁদের পর্যাপ্ত প্রশিক্ষণ নিশ্চিত করা, সেফটি ইকুইপমেন্ট যেমন :  গ্লাভস, গগলস, বুট, প্রটেক্টিভ শিল্ড ইত্যাদি সরবরাহ করা।</p> <p style="text-align: justify;"> </p> <p style="text-align: justify;"><strong>পরামর্শ দিয়েছেন</strong></p> <p style="text-align: justify;">ডা. মোসাব্বির আহমাদ খান</p> <p style="text-align: justify;">বিশেষজ্ঞ বার্ন ও প্লাস্টিক সার্জন</p> <p style="text-align: justify;">বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতাল, ফরিদপুর।</p> </article>