ঢাকা, শুক্রবার ১৮ জুলাই ২০২৫
২ শ্রাবণ ১৪৩২, ২২ মহররম ১৪৪৭

ঢাকা, শুক্রবার ১৮ জুলাই ২০২৫
২ শ্রাবণ ১৪৩২, ২২ মহররম ১৪৪৭
লালমনিরহাটে আড়াই কোটি টাকার কাজ ‘ভাগাভাগি’

দরপত্র অনলাইনে লটারি অফলাইনে

হায়দার আলী বাবু, লালমনিরহাট
হায়দার আলী বাবু, লালমনিরহাট
শেয়ার
দরপত্র অনলাইনে লটারি অফলাইনে

লালমনিরহাটে ই-জিপিতে দরপত্র আহবান করে ‘ম্যানুয়াল’ পদ্ধতির লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচন করা হয়েছে। এই পদ্ধতিতে প্রায় আড়াই কোটি টাকার দুটি দরপত্রের লটারি হয়েছে গতকাল মঙ্গলবার। এলজিইডির (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) সদর উপজেলা প্রকৌশলী দরপত্র দুটি আহবান করেছিলেন। অল্প কিছু ঠিকাদার যাতে কাজগুলো পান, সে জন্য দরপত্র আহবান থেকে লটারি পর্যন্ত নানা কৌশল গ্রহণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এলজিইডি সূত্র জানায়, লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন উন্নয়নকাজের জন্য গত ৪ মে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ৯৯ লাখ ৬৯ হাজার টাকা ব্যয়ে ২২টি কাজের জন্য ই-জিপিতে দরপত্র আহবান করেন সদর উপজেলা প্রকৌশলী শাহ মো. ওবায়দুর রহমান। একই দিন অন্য ২৯টি কাজের জন্য পৃথক আরেকটি দরপত্র আহবান করা হয়, যার প্রাক্কালিত ব্যয় এক কোটি ৩২ লাখ টাকা। এই দুটি দরপত্র কমিটির আহ্বায়ক হচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সদস্যসচিব উপজেলা প্রকৌশলী। আর উপজেলা পরিষদ চেয়ারম্যান হচ্ছেন অনুমোদনকারী।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পত্রিকায় দরপত্র দুটির বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও সেখানে কাজের আইডি উল্লেখ করা হয়নি। তবে ই-জিপির ওবেয়সাইটে আপলোড করা বিজ্ঞপ্তিতে সেই আইডি উল্লেখ করা হয়েছে। দরপত্র বিক্রির শেষ দিন ছিল গত ১৯ মে। খোলার জন্য ২০ মে নির্ধারিত থাকলেও খোলা হয়েছে গতকাল মঙ্গলবার।

আর বিধি মোতাবেক ই-জিপিতে অংশ নেওয়া ঠিকাদারদের নিয়ে অনলাইনে লটারি অনুষ্ঠানের কথা থাকলেও করা হয়েছে ম্যানুয়াল পদ্ধতিতে। কিন্তু ম্যানুয়াল পদ্ধতিতে লটারি করার কোনো সুযোগ নেই।

নাম প্রকাশ না করে একাধিক ঠিকাদার জানান, লালমনিরহাট শহরকেন্দ্রিক ঠিকাদার ছাড়া জেলার অন্যান্য উপজেলার ঠিকাদাররা যাতে এই দরপত্রে অংশ নিতে না পারেন, সে জন্য কৌশলে দরপত্র আহবান করে কাজগুলো ‘ভাগাভাগি’ করা হয়েছে। ই-জিপির দরপত্রে ম্যানুয়াল পদ্ধতির লটারি নীতিমালার লঙ্ঘন।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল দুপুর ১২টায় শুরু হয় লটারির কার্যক্রম।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, ইউএনও উত্তম কুমার রায়, পৌর মেয়র রেজাউল করিম স্বপন ও উপজেলা প্রকৌশলী শাহ মো. ওবায়দুর রহমান। লটারি শুরুর আগে জুয়েল শেখ নামের একজন ঠিকাদার ম্যানুয়াল পদ্ধতির বিরোধিতা করলে তা আমলে নেওয়া হয়নি।

‘বিধি অনুযায়ী ম্যানুয়াল পদ্ধতিতে লটারি করা হয়েছে’ উল্লেখ করলেও এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি প্রকৌশলী শাহ মো. ওবায়দুর রহমান। অন্যদিকে ইউএনও সাংবাদিকদের বলেছেন, সবার সম্মতিতে ম্যানুয়ালে লটারি করা হয়েছে।

লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) আশরাফ আলী খান বলেন, যেখানে ই-জিপিতে টেন্ডার আহবান করা হয়েছে, সেখানে ম্যানুয়াল পদ্ধতির লটারি করার সুযোগ নেই।

মন্তব্য

সম্পর্কিত খবর

উত্তরাঞ্চলে বৃষ্টি বেশি থাকতে পারে কিছুদিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
উত্তরাঞ্চলে বৃষ্টি বেশি থাকতে পারে কিছুদিন

মৌসুমি বায়ুর সক্রিয়তা কমায় দেশে বৃষ্টিপাতের ব্যাপ্তি কমেছে অনেকটাই। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কিছুদিনও দেশে বৃষ্টি কম থাকতে পারে। তবে বর্ষাকাল হওয়ায় বৃষ্টি পুরোপুরি বন্ধ হবে না। কোনো না কোনো অঞ্চলে বৃষ্টি হবে প্রতিদিনই।

এ সময় দেশের উত্তরে বৃষ্টি তুলনামূলক বেশি থাকতে পারে। আগামী ২৪ জুলাই থেকে আবার সারা দেশে বৃষ্টি বাড়তে পারে।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গতকাল বৃহস্পতিবার রাতে কালের কণ্ঠকে বলেন, ‘বৃষ্টি কিছুদিন কম থাকবে। তবে দেশের উত্তরাঞ্চল বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টি তুলনামূলক বেশি থাকতে পারে।

২০ বা ২১ জুলাই দেশের এই তিন বিভাগে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টি অপেক্ষাকৃত কম থাকতে পারে এ সময়।’

নাজমুল হক জানান, বৃষ্টি কম থাকার সম্ভাবনা থাকায় আগামী কিছুদিন সারা দেশে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে তা খুব বেশি বাড়বে না।

বিক্ষিপ্তভাবে কোনো কোনো অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রিও উঠতে পারে। ২৪ জুলাই থেকে আবার সারা দেশে বৃষ্টি বাড়তে পারে। তখন দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি বেশি থাকতে পারে। ঢাকায় কিছুদিন রোদ-বৃষ্টির খেলা থাকবে বলে জানান এই আবহাওয়াবিদ।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ শুক্রবার রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মন্তব্য

মতিঝিলে সেনা কল্যাণ ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মতিঝিলে সেনা কল্যাণ ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনের ২১ তলায় আগুনের ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানটির অনেক মালপত্র পুড়ে ছাই হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

গতকাল বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করে এ তথ্য দেন ফায়ার সার্ভিস সদর দপ্তর ডিউটি অফিসার শাহজাহান হোসেন।

তিনি বলেন, রাত ১০টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে ১০টা ৫১ মিনিট নাগাদ ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এর ১১ মিনিটের পর অর্থাৎ ১০টা ৫১ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট।

 

মন্তব্য

দুদকের মামলায় সম্রাটের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
দুদকের মামলায় সম্রাটের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ অভিযোগ গঠন করেন। তবে জামিনে থাকা আসামি সম্রাট আদালতে উপস্থিত না হওয়ায় তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফকির জাহিদুল ইসলাম এ তথ্য জানান।

এদিন অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে তাঁর আইনজীবী আফরোজা শাহানাজ পারভীন হীরা অভিযোগ গঠন শুনানির জন্য সময় চেয়ে আবেদন করেন। সেখানে উল্লেখ করা হয়, আসামি সম্রাট অসুস্থ।

এ জন্য তিনি আদালতে হাজির হতে পারেননি। তবে আদালত সময়ের আবেদন নামঞ্জুর করেন। আদালত তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৭ আগস্ট দিন ধার্য করা হয়।

সম্রাটের বিরুদ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২০১৯ সালের ১২ নভেম্বর তাঁর বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম। ২০২০ সালের ২৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

 

 

মন্তব্য

শিক্ষাঙ্গন

শেয়ার
শিক্ষাঙ্গন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘সপ্তম নেহরীন খান স্মৃতি বক্তৃতা’ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর এলাহী’ অডিটরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন ২০২৫ সালে একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর নিয়াজ জামান। আরো বক্তব্য দেন ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, উপাচার্য ড. শামস রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের  অধ্যাপক ড. ফকরুল আলম (অব.) প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

 

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ