<p style="text-align:justify">বাজারে গ্রাহকদের চাহিদা মতো সিম সরবরাহসহ ১৪ টি দাবি জানিয়েছেন টেলিটক ডিলার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (টিডিএবি)। একই সঙ্গে সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, স্বৈরাচার সরকারের আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের আশীর্বাদপুষ্ট হয়ে বর্তমান সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট টেলিটককে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছে।</p> <p style="text-align:justify">রবিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিট (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। সারা বাংলদেশে টেলিটক ডিলারদের ন্যায্য পাওনা আদায় এবং দুর্নীতিগ্রস্ত প্রশাসন সংস্কার করে টেলিটক বাংলাদেশ লিমিটেডকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করে টিডিএবি।</p> <p style="text-align:justify">সংবাদ সম্মেলনে টিডিএবির সমন্বয়ক মো. রেজাউল করিম জাহাঙ্গীর বলেন, টেলিটকের বর্তমান সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট গ্রুপের একমাত্র কাজ হল টেলিটককে একটি লস প্রজেক্ট হিসাবে দাঁড় করিয়ে তৃতীয় পক্ষের কাছে বিক্রির ব্যবস্থা করে বড় আকারের কমিশন বাণিজ্য করা। এরই ধারাবাহিকতায় মার্কেটে সিমের চাহিদা থাকলেও চাহিদা মোতাবেক সিম ডিলারদের কাছে দেওয়া হয় না। রিটেলারদের টেলি চার্জ ও পাল্লী বিদ্যুৎ সেল করার জন্য টেলি-পে অ্যাপ সামান্য অজুহাতে মাঝে-মাঝে বন্ধ করে দেওয়া হয়। সিম এক্টিভেশন এবং প্রথম রিচার্জ করতে মিনিমাম ২০ মিনিট সময় লাগে। যাতে করে রিটেলাররা টেলিটকের সিম বিক্রয় করতে অনীহা প্রকাশ করেন। </p> <p style="text-align:justify">তিনি বলেন, টেলিটকের টাওয়ারে ব্যাটারি ব্যাকআপের ব্যবস্থা নেই। বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথেই নেটওয়ার্কও চলে যায়। আরো কষ্টের কথা হল, আমাদের এবং রিটেলারদের বিভিন্ন সময় বিভিন্ন সিম প্যাকেজের প্রাপ্য ইউজেস অর্ডার থাকা সত্ত্বেও আজ পর্যন্ত প্রদান করেনি কমিশন অফিস। এসব কারণে বর্তমানে সকল ডিলার প্রতি মাসে আর্থিক এবং মানসিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।</p> <p style="text-align:justify">ডিলারদের পক্ষে ১৪ দাবির মধ্যে রয়েছে, ডিলার হাউজের এসআর, সুপারভাইজার এবং বিপিদের বেতন বাবদ সকল বকেয়া কমপেনসেশন অবিলম্বে পরিশোধ করতে হবে; ডিলারদের থেকে নেয়া পল্লী বিদ্যুৎ বা টেলিচার্জ বাবদ অতিরিক্ত সিকিউরিটি ডিপোজিট ফেরত দেয়া; প্যাকেজের ইউজেস কমিশন পরিশোধ করা; বিগত সরকারের আশীর্বাদপুষ্ঠ সকল কর্মকর্তা-কর্মচারীদের সংস্কার এবং বাংলাদেশ টেলিকমিনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কর্মকর্তাদের টেলিটকে নিয়োগ দেওয়া থেকে বিরত রাখা; টেলি পে অ্যাপস ও সিম এক্টিভেশন অ্যাপ আপগ্রেড করতে হবে; সকল টাওয়ারে ব্যাটারি ব্যাকআপের ব্যবস্থা করতে হবে; দ্রুত সকল টুজি টাওয়ারকে ফোরজিতে রূপান্তর করতে হবে; ডাটা ব্যবহারের জন্য স্পেশাল স্টুডেন্ট সিম প্যাকেজ আনতে হবে।</p> <p style="text-align:justify">এসব দাবি মেনে না নেওয়া পর্যন্ত সারা দেশের সকল ডিলাররা লিফটিং এবং মার্কেটিং বন্ধ রাখবে বলেও জানানো হয়।</p> <p style="text-align:justify">সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, টিডিএবির সমন্বয়ক মো. নুরুর ইসলাম, রাজশাহীর ডিলার মো. তোফায়েল হোসেন তপু, ভৈরবের ডিলার মকলেছুর রহমান সজিব প্রমূখ।</p>