<p>স্বৈরাচারী সরকারের আমলে মামলা-হামলা, জেল-জুলুমের শিকার আলেমদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে এবং শেখ হাসিনা ও তাঁর দোসরদের বিচারের দাবিতে দেশের বিভিন্ন জেলায় সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কালের কণ্ঠ’র নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা জানান : </p> <p>চট্টগ্রাম : জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির আলহাজ শাহজাহান চৌধুরী বলেছেন, গত ১৬ বছরে ওলামায়ে কেরাম ব্যাপক জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। তাঁদের ঐক্য আজ সময়ের অনিবার্য দাবি। হিংসা-বিদ্বেষ, পরস্পর কাদা ছোড়াছুড়ি ও ছোটখাটো মতবিরোধ নিয়ে মতানৈক্য না করে ইসলামের সৌন্দর্য প্রদর্শনে ঐক্যের বিকল্প নেই।</p> <p>গতকাল শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার উদ্যোগে আয়োজিত ওলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  </p> <p>পাবনা : জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেছেন, ‘মানবতাবিরোধী অপরাধের মিথ্যা অভিযোগ তুলে আমার বাবাসহ যাঁদের হত্যা করা হয়েছে, সেই তথাকথিত বিচারের সঙ্গে যারাই জড়িত, তাদের সবার বিচার করতে হবে। কারা কারা জড়িত, কিভাবে তদন্ত করা হয়েছে, কিভাবে সাক্ষী ম্যানেজ করা হয়েছিল—এসবের সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। আর এই বিচারের দায়িত্ব সরকারের।’ </p> <p>গতকাল দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার মনমথপুর গ্রামে মাওলানা নিজামীর আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন ব্যারিস্টার নাজিব।</p> <p>দীর্ঘ আট বছর পর লন্ডন থেকে শুক্রবার দেশে আসেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। </p> <p>পাঁচবিবি (জয়পুরহাট) : উপজেলার বালীঘাটা ইউনিয়ন ও পাঁচবিবি পৌর শাখার আয়োজনে গতকাল বিকেলে জামায়াতের বিশাল কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। </p> <p>সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকার আমাদের রাজপথে নিষিদ্ধ করেছিল। আল্লাহর ইচ্ছায় আজ আমরা রাজপথে, আর হাসিনার আওয়ামী লীগ অপদস্থ হচ্ছে। ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে দেশে নিয়ে এসে জুলুম-অত্যাচারের বিচার করার জন্য সরকারের কাছে দাবি জানান তাঁরা।</p> <p>[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম; পাবনা ও পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি]</p>