<p>দুর্নীতিবিরোধী গণপ্ল্যাটফরম ‘লুটেরাদের বিরুদ্ধে আমরা’ আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, অর্থপাচারকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে। ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন। তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ব্যাংকের ঋণ পরিশোধ করতে হবে।</p> <p>মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন নারী নেত্রী তাহেরা বেগম জলি। সমাবেশের শুরুতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর লেখা স্মারকলিপি পাঠ করেন জননেতা আবদুল্লাহ ক্বাফী রতন। </p> <p>সমাবেশে বক্তৃতা করেন অধ্যাপক ডা. হারুন-অর-রশীদ, কৃষক নেতা সাজ্জাদ জহির চন্দন, রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জামসেদ আনোয়ার তপন, শ্রমিক নেতা শামীম ইমাম, সাদেকুর রহমান শামীম, আব্দুল কুদ্দুস ও হযরত আলী, গরিব মুক্তি আন্দোলনের নেতা শামসুজ্জামান মিলন, যুবনেতা খান আসাদুজ্জামান মাসুম, ছাত্রনেতা তামজীদ হায়দার চঞ্চল প্রমুখ। </p> <p>সমাবেশে নেতারা স্মারকলিপির বক্তব্য সমর্থন করে হাসিনা স্বৈরাচারের আমলে সংঘটিত সব আর্থিক অনিয়মের শ্বেতপত্র প্রকাশ, দোষীদের বিচার ও লুণ্ঠনকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা নগদায়নের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা করার দাবি জানান। অর্থপাচারের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।</p> <p>সমাবেশ শেষে একটি মিছিল মতিঝিল বাংলাদেশ ব্যাংক ভবনে যায়। সেখানে গভর্নরের কার্যালয়ে স্মারকলিপি হস্তান্তর করা হয়। সমাবেশে সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।</p>