<p style="text-align:justify">বাংলাদেশের ক্রান্তিকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) বাংলাদেশ চ্যাপ্টার। সংস্থাটির প্রত্যাশা, প্রধান উপদেষ্টা বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রাখবেন।</p> <p style="text-align:justify">বুধবার (১৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় আইএইচআরসি বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু, অ্যাম্বেসেডর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মিজানুর রহমান এবং নির্বাহী পরিচালক (প্রশাসন) সাইফুদ্দিন সালাম মিঠু প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানান। </p> <p style="text-align:justify">অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করায় আইএইচআরসি বাংলাদেশ চ্যাপ্টার অত্যন্ত আনন্দিত। সারাবিশ্বে শান্তির দূত হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের পরিচিতি রয়েছে। আমরা মনে করি, বাংলাদেশের মানবাধিকার, সুশাসন, বাকস্বাধীনতা, গণতন্ত্র এবং শান্তি প্রতিষ্ঠায় তিনি অনন্য ভূমিকা ভূমিকা রাখবেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ নতুন করে এগিয়ে যাবে।’<br />  </p>