<p>২৮ থেকে ৪২তম বিসিএস পর্যন্ত নিয়োগের সুপারিশ পেয়েছিলেন কিন্তু নিয়োগ পাননি, এ রকম ২৫৯ জনকে সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। </p> <p>বুধবার (১৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জনস্বার্থে এসব নিয়োগ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।</p> <p>এতে আরো বলা হয়েছে, লোক প্রশাসন কেন্দ্র অথবা প্রশিক্ষণকেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে তারা কর্মে যুক্ত হবেন।</p> <p>জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। সেখানে নিয়োগপ্রাপ্তদের নাম এবং কে কোন ক্যাডারে নিয়োগ পেয়েছেন, তা জানানো হয়েছে।</p> <p><a href="https://mopa.gov.bd/site/notices/08c6df16-d713-46b1-963e-f903ab9301dd/%E0%A7%A8%E0%A7%AE%E0%A6%A4%E0%A6%AE-%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%87-%E0%A7%AA%E0%A7%A8%E0%A6%A4%E0%A6%AE-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%B8-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87%E0%A6%BE%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A8">তালিকা দেখতে ক্লিক করুন এখানে</a></p>