<p>ড. ইউনূসের নেতৃত্ব অন্তর্বর্তীকালীন সরকারে ছাত্ররাও যুক্ত হবেন। তাদের জন্য ‘সহকারী উপদেষ্টা’ পদ সৃষ্টি করে সরকারের সঙ্গে যুক্ত করার আলোচনা চলছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও নতুন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া নাহিদ ইসলাম। </p> <p>নাহিদ বলেন, ‘আমাদের উপদেষ্টা প্যানেলে অভিজ্ঞ এবং দক্ষ ব্যক্তিদের মনোনীত করেছি এবং ছাত্রদের পক্ষ থেকে আমরা দুজন উপদেষ্টা মনোনীত হয়েছি। এর পাশাপাশি উপদেষ্টাদের সঙ্গে সহকারী হিসেবে ছাত্ররা কাজ করার সুযোগ পাবেন।’</p> <p>ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন তিনি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ওষুধের গাড়িতে পার হচ্ছিল গুরুত্বপূর্ণ নথি, ধরলেন শিক্ষার্থীরা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/08/09/1723201408-412a45e6483a3ea08e109b2149fdf6cf.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ওষুধের গাড়িতে পার হচ্ছিল গুরুত্বপূর্ণ নথি, ধরলেন শিক্ষার্থীরা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/08/09/1413166" target="_blank"> </a></div> </div> <p>নাহিদ বলেন, ‘ছাত্রসমাজ আমাদের দেশের একটি বড় শক্তি। নতুন সরকারের সঙ্গে আমরা তাদেরও কাজের সুযোগ দিতে চাই। এ লক্ষ্যে উপদেষ্টাদের সঙ্গে ‘সহকারী উপদেষ্টা’ পদ সৃষ্টি করে শিক্ষার্থীদের কাজের সুযোগ তৈরি নিয়ে আলোচনা হচ্ছে।’</p> <p>দু-এক দিনের মধ্যে দেশের আইন-শৃঙ্খলা পুরোপুরি ফিরে আসবে বলে আশা ব্যক্ত করেন তিনি। নাহিদ বলেন, ‘বর্তমান সময়ে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা বড় একটি চ্যালেঞ্জ। যেহেতু আমরা আজই দায়িত্ব বুঝে নিয়েছি, আমরা আজ থেকেই কাজ শুরু করব। আশা করছি, দু-এক দিনের মধ্যেই সব স্বাভাবিক হয়ে আসবে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নাহিদ-আসিফ উপদেষ্টা হওয়ার পর যা বললেন সারজিস" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/08/09/1723196992-ba6b8df6a3c939e57090a6b37f603601.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নাহিদ-আসিফ উপদেষ্টা হওয়ার পর যা বললেন সারজিস</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/08/09/1413144" target="_blank"> </a></div> </div>