<p>কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে সহিংসতার অভিযোগে গত ১৫ দিনে প্রায় ১১ হাজার সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে শুক্রবার পর্যন্ত করা পাঁচ শতাধিক মামলায় এদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।</p> <p>ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের তথ্য অনুসারে কোটা সংস্কার আন্দোলনের নামে রাজধানীতে ভাঙচুর, সরকারি কাজে বাধা, চুরি, অগ্নিসংযোগ, হত্যাসহ বিভিন্ন অপরাধে এ পর্যন্ত ২৭৪টি মামলায় তিন হাজারের বেশি সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অন্তত ৫৩টি হত্যা মামলা। এসব মামলায় ১৭ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত তিন হাজার ১১ জনকে কারাগারে পাঠানো হয়েছে।</p> <p>আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে জানা যায়, আন্দোলনের নামে সহিংসতায় যাত্রাবাড়ীতে সর্বাধিক ১৬টি হত্যা মামলা করা হয়েছে। এ ছাড়া কদমতলীতে চারটি, বাড্ডায় পাঁচটি, ভাটারায় তিনটি, পল্টন ও নিউ মার্কেটে ছয়টি, রামপুরা, মোহাম্মদপুর, মিরপুর ও কাফরুলে দুটি করে এবং খিলগাঁও, গুলশান, বনানী, ধানমণ্ডি, হাতিরঝিল, উত্তরা পশ্চিম ও পূর্ব থানায় একটি করে হত্যা মামলা করা হয়। এর মধ্যে পুলিশ হত্যা মামলার সংখ্যা তিন।</p> <p><strong>নীলফামারীতে গ্রেপ্তার ২</strong><br /> নীলফামারীতে কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার ঘটনায় করা মামলায় গতকাল শনিবার দুজন গ্রেপ্তার হয়েছেন। নীলফামারী সদর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।</p> <p><strong>বকশীগঞ্জে বিএনপির সভাপতিসহ গ্রেপ্তার ৩</strong><br /> জামালপুরের বকশীগঞ্জে কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার ঘটনায় গতকাল দুটি মামলা হয়েছে। এই মামলা দুটিতে বকশীগঞ্জ বিএনপির সভাপতি মমতাজুর রহমানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।</p> <p><strong>বাগাতিপাড়ায় ১৬ জন গ্রেপ্তার</strong><br /> নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ১৬ জনকে গ্রেপ্তার করে গতকাল আদালতে পাঠিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।</p>