<p>বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন রবিবার (২৮ জুলাই) শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর পরিদর্শন করেছেন। তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এ কর্মরত বিমান বাহিনীর সদস্যদের অপারেশনাল কার্যক্রম পরিদর্শন করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়।</p> <p>আইএসপিআর জানায়, দেশের অভ্যন্তরীণ বিমান বন্দরসমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে 'ইন এইড টু সিভিল পাওয়ার'- এর আওতায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে সহায়তার জন্য দেশের অন্যান্য বিমান বন্দরের ন্যায় শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর, চট্টগ্রাম-এর সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর ক্রুইক রিয়েকশন্স ফোর্সের সদস্যরা সর্বদা কর্মরত রয়েছে।</p> <p>বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সার্বিক নির্দেশনায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিটি সদস্য দেশের যে কোন ধরনের পরিস্থিতি মোকাবেলায় এবং দেশমাতৃকার সেবা করতে সদা প্রস্তুত রয়েছে। এছাড়াও বিমান বাহিনীর সদস্যরা চট্টগ্রামে অবস্থিত রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, ইস্টার্ন রিফাইনারি, বিভিন্ন ফুয়েল ডিপো (পদ্মা অয়েল, মেঘনা অয়েল) ইত্যাদি স্থাপনার নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে নিয়মিত টহল এবং নিরাপত্তা সহায়তা প্রদান করছে।</p> <p>অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন), বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের এয়ার অধিনায়ক, চেয়ারম্যান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিমান সদরের পরিচালকরা এবং ঘাঁটির কর্মকর্তা ও বিভিন্ন পদবীর সদস্যরা উপস্থিত ছিলেন।</p>