<p>ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনা তদন্ত করতে ঢাকায় এসেছে কলকাতা পুলিশের চার সদস্যের একটি বিশেষ দল।</p> <p>আজ বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় তারা রাজধানীর মিন্টুরোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে যান। সেখানে ডিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। একই সঙ্গে ডিবির কাছে গ্রেপ্তার থাকা হত্যা মামলার আসামিদের সঙ্গেও কথা বলেন তারা।</p> <p>আরো পড়ুন- <a href="https://www.kalerkantho.com/online/national/2024/05/24/1390799"><span style="color:#e74c3c;"><u>এমপি আনারের শরীর বিচ্ছিন্ন করা হয় কেন, জানালেন ডিবিপ্রধান</u></span></a></p> <p>বৈঠক শেষে রাত সাড়ে ৯টার দিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, ‘আমাদের কাছে যেসকল আসামিরা আছে তাদের সঙ্গে কলকাতা পুলিশের প্রতিনিধি দল কথা বলেছে। আসামিরা যেসকল তথ্য আমাদের কাছে দিয়েছে একই তথ্য তাদেরকে দিয়েছে।’</p> <p>আরো পড়ুন- <a href="https://www.kalerkantho.com/online/country-news/2024/05/24/1390847"><span style="color:#e74c3c;"><u>রাণীশংকৈলে স্বর্ণের খোঁজে মাটি খুঁড়ছেন সহস্রাধিক মানুষ</u></span></a></p> <p>তিনি আরো বলেন, ‘আসামিদের বক্তব্য তারা শুনেছেন। পাশাপাশি ওই দেশে যারা গ্রেপ্তার হয়েছে তাদের মাধ্যমে কলকাতা পুলিশ অবিলম্বে ভুক্তভোগীর ডেডবডির বিভিন্ন অংশ উদ্ধারের চেষ্টা করছেন। শিগগিরই এ বিষয়ে তদন্ত অগ্রগতি হবে বলে।’</p>