<p>স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি এবং নিরীহ ফিলিস্তিনের ওপর পরিচালিত অত্যাচারের বিরুদ্ধে বিশ্বব্যাপী শিক্ষার্থী, শিক্ষক ও সচেতন নাগরিকদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে পদযাত্রা ও সংহতি সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।</p> <p>আজ সোমবার (৬ মে) সকাল ১১টায় মধুর ক্যান্টিন থেকে পদযাত্রা শুরু হয়ে পুম্পাস প্ররো ক্যাদক্ষিণ করে রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশ করে দলটির হাজারো নেতাকর্মী। এ সময় রাজুভাস্কর্যে নেতাকর্মীরা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্লোগানে স্লোগানে সুর মিলিয়ে ফিলিস্তিনের স্বাধীনতা ও ফিলিস্তিনে ইসরায়েলের মানবতাবিরোধী কার্যক্রম বন্ধের আহ্বান জানান।</p> <p>‘ফ্রি ফ্রি, প্যালেস্টাইন; ওয়ান টু থ্রি ফোর, জেনোসাইড নো মোর; ফ্রম দ্যা রিভার টু দ্যা সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’ ইত্যাদি স্লোগানে রাজু ভাস্কর্যে গলা মিলান ছাত্রলীগের নেতাকর্মীরা।</p> <p><img alt="আন্দোলন" height="309" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/Nahid/Untitled-10 (1).jpg" style="float:left" width="515" />সমাবেশে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ‘বিশ্বের মুক্তকামী মানুষের পাশে বাংলাদেশ ছাত্রলীগের অবস্থান। যারা বিভিন্ন সময় ফিলিস্তিনের মুক্তির বিপক্ষে ভেটো দিয়েছে সেই দেশের শিক্ষার্থীরাও আজ ফিলিস্তিনের মুক্তির পক্ষে আন্দোলন করছে। যারা গণতন্ত্রের কথা বলে, ফ্রিডম অব এক্সপ্রেশন এর কথা বলে, রাইট টু প্রটেস্টের কথা বলে তাদের মুখোশ উন্মোচন হয়ে গেছে আজ। মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা ফিলিস্তিনিদের পক্ষে কথা বলতে গেলে তারা নির্যাতনের শিকার হয়েছে। শিক্ষকরা লাঞ্চিত হয়েছেন। স্বাধীন মতপ্রকাশের কারণে যারা শিক্ষার্থী শিক্ষকদের নির্যাতন করেন তাদের আমরা ধিক্কার জানাই। আমরা জানি গণহত্যার যন্ত্রণা কত বেশি। আমরা জানি স্বাধীনতার জন্য অপেক্ষা কত কষ্ট। সে কারণে আমরা শিক্ষার্থীদেরও নিয়ে এই আন্দোলন গড়ে তুলেছি।’</p> <p>সমাবেশে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, ‘বিশ্ব দুইভাগে বিভক্ত, শাসক ও শোষিত। আমি শোষিতের পক্ষে। আমরাও জানিয়ে দিতে চাই বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সারাবিশ্বের শোষিত ও নিপীড়িত মানুষের সাথে থাকবে। আমরা নির্যাতিত মানুষর পক্ষে থাকবো। অত্যাচারিত মানুষের পক্ষে থাকব। বঙ্গবন্ধুকন্যা বিশ্ব মোড়লদের বিরুদ্ধে গিয়ে ফিলিস্তিনের প্রতি হওয়া অন্যায়, অপরাধ, গণহত্যার কথা যে দৃঢ় কণ্ঠে বলেছেন তা সত্যিই বিরল। বিশ্বমোড়লদের বিরুদ্ধে গিয়ে অন্যায়, অপশাসনকে নিয়ে কথা বলা সত্যিই সাহসিকতার পরিচয়। শেখ হাসিনা প্রকৃত অর্থেই যোগ্য পিতার যোগ্য কন্যা। বিশ্বব্যাপী শান্তি ফিরাতে বিশ্বমোড়লদের কাছে আমরা আজকের এই সমাবেশ থেকে আহ্বান জানাচ্ছি।’</p> <p><img alt="ফিলিস্তিন" height="329" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/Nahid/Untitled-11a (1).jpg" style="float:left" width="547" />বাংলাদেশে অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থী ইসহাক আহমেদ সমাবেশে বলেন, ‘ফিলিস্তিনের মানুষদের ওপর হওয়া অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলার জন্য সবাইকে ধন্যবাদ। গাজায় ৩ লাখের বেশি শিক্ষার্থী আছে। কিন্তু তারা পড়াশোনা করার জন্য বিদ্যালয়ে যেতে পারছে না। তারা তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারছে না এই প্রতিকূল পরিস্থিতিতে।’ সারাবিশ্বের শিক্ষার্থীরা আজ এই নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানায়।</p> <p>এ সময় আরো বক্তব্য দেন ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি রাজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক সজল কুণ্ডু, উত্তরের সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম ও কেন্দ্রীয় ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আকিব মোহাম্মদ ফুয়াদ। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নেতাকর্মী, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা ছাত্রলীগের বিপুল নেতাকর্মী ও ঢাকা শহরের বিভন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পদযাত্রা ও সংহতি সমাবেশে অংশ নেয়।</p>