<p>বসুন্ধরা সয়াবিন তেলের ব্র্যান্ড ব্যবহার করে নকল খোলা তেল বিক্রি করার প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ অপরাধে বিসমিল্লাহ ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে সংস্থাটি। </p> <p>আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম উত্তরা খালপাড় কাঁচাবাজারের অভিযানে এমন অপরাধের প্রমাণ পেয়ে জরিমানা করেছে।  </p> <p>অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম কালের কণ্ঠকে বলেন, ‘রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে বসুন্ধরা ব্র্যান্ডের নামে নকল তেল বিক্রির প্রমাণ হাতে নাতে ধরা পড়েছে। উত্তরা খালপাড় কাঁচাবাজারের বিসমিল্লাহ স্টোর অভিযানকালে পাওয়া বোতলজাত সয়াবিন তেলের গায়ে ব্র্যান্ডের নাম বসুন্ধরা লেখা আছে। কিন্তু বোতলে ব্যবহার করা তেল নিম্নমানের খোলা তেল। তাছাড়া কম্পনিটি সরকার নির্ধারিত মূল্যে তেল বিক্রি করলেও ওই বোতলের গায়ে অতিরিক্ত দাম লেখা ছিল। নকল তেল বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটির মালিক আ. জলিল মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ১৮টি বোতলে ৩৬ লিটার তেল খোলা বাজারে নির্ধারিত দরে বিক্রির জন্য বলা হয়েছে।’</p> <p>তিনি আরো বলেন, ‘বিসমিল্লা স্টোর কোথা থেকে ওই নকল তেল আনছে এবং করা এই ব্যবসার সঙ্গে জড়িত তা খুঁজে বের করা হবে। নকল তেল উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠানকে ধরতে তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। শিগগিরিই আবারও অভিযান পরিচালনা করে নকল ওই কারবারিদের ধরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’</p> <p>বসুন্ধরা ফুডের বিভাগীয় প্রধান (বিক্রয় ও বিতরণ) রেদোয়ানুর রহমান বলেন, ‘সরকার নির্ধারিত দরে বসুন্ধরা ব্র্যান্ডের সয়াবিন তেলের ২ লিটারের খুচরা মূল্য ৩২৬ টাকা। আর নকল ওই তেলের গায়ে মূল্য লেখা ছিল ৩৬৮ টাকা। অতিরিক্ত মূল্যে বিক্রির কারণে ওই তেল সম্পর্কে সন্দেহ তৈরি হয়। এ কারণে বসুন্ধরা বিষয়টি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে অবহিত করার পরে সংস্থাটি আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে।’</p> <p>কম্পানি সহকারী মহাব্যবস্থাপক কাজী মনিরুজ্জামান বলেন, ‘বসুন্ধরা ব্র্যান্ডের তেল বেশি দামে বিক্রির খবর শুনে তা যাচাই করেছেন তারা। কম্পানি এক কর্মকর্তা ক্রেতা হিসাবে ওই দোকান গিয়ে ৩৪০ টাকায় দুই লিটার সয়াবিন তেলের বোতল কিনে আনেন। তার পরে ওই বোতল যাচাই বাছাই করে দেখা যায় স্টিকার নকল করে বসুন্ধরা ব্র্যান্ডের নামে সয়াবিন তেল বিক্রি করছে বিসমিল্লাহ স্টোর। আজ অধিদপ্তরের অভিযান পরিচালনাকারী টিম হাতে নাতে নকল সয়াবিন তেল বিক্রির প্রমাণ হাতেনাতে ধরে জরিমানা করেছে।’</p>