<p>নতুন নেতৃত্ব নির্বাচন করতে যাচ্ছে সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। কাল বুধবার (৬ মার্চ) সকাল ৯টা থেকে শুরু হচ্ছে ভোট। দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে ভোটগ্রহণ চলবে বিকেলে ৫টা পর্যন্ত। একই নিয়মে বৃহস্পতিবার (৭ মার্চ) ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করবে নির্বাচন পরিচালনা উপকমিটি।</p> <p>এবার এ কমিটির আহ্বায়ক করা হয়েছে, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরকে। সাত সদস্যের কমিটিতে বাকি ছয়জন সদস্য। </p> <p>অরাজনৈতিক পেশাজীবী সংগঠন হলেও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা বরাবরই প্যানেলভিত্তিক পরিচিতি পেয়েছেন। আওয়ামী লীগপন্থী আইনজীবীদের সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মনোনীত প্রার্থীরা ‘সাদা প্যানেল’-এর প্রার্থী হিসেবে হিসেবে পরিচিত। আর বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের সমর্থিত প্রার্থীরা নীল প্যানেলের প্রার্থী হিসেবে পরিচিত।</p> <p>প্রতিবছর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ১৪টি পদে নির্বাচন করে থাকে। এর মধ্যে সভাপতি-সম্পাদকসহ দাপ্তরিক পদ সাতটি, বাকি সাতটি সদস্য পদ। সাদা-নীল দুই প্যানেলই বরাবরের মতো ১৪টি পদে প্রার্থিতা ঘোষণা করেছে। এ দুই প্যানেলের বাইরে সভাপতি পদে দুজন, সম্পাদক পদে দুজন এবং কোষাধ্যক্ষ পদে একজন নির্বাচন করছেন। অর্থাৎ এবারের নির্বাচনে মোট ৩৩ জন প্রার্থী হয়েছেন।</p> <p>গত বছর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে সাদা-নীল প্যানেলের প্রার্থী-সমর্থক আইনজীবীদের মধ্যে ব্যাপক হট্টগোল হয়। ধাওয়া-পাল্টাধাওয়া, হাতাহাতি-ভাঙচুরের মধ্যে পুলিশি হামলার ঘটনাও ঘটে। পুলিশের হামলায় আইনজীবীদের পাশাপাশি সুপ্রিম কোর্ট বিটের বেশ কয়েকজন সাংবাদিকও আহত হন। আনুষ্ঠানিকভাবে নির্বাচন বর্জন না করলেও নীল প্যানেলের প্রার্থীরা ভোট থেকে সরে দাঁড়ান। গত বছর ১৫-১৬ মার্চ ভোট হয়। দ্বিতীয় দিনের একপেশে ভোটের পরদিন অর্থাৎ ১৭ মার্চ ফল প্রকাশ করে নির্বাচন পরিচালনা উপকমিটি। নিরঙ্কুশ জয় পায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল।</p> <p>সুপ্রিম কোর্টের বেশ কয়েকজন আইনজীবীর সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা এবার সুষ্ঠু ভোট প্রত্যাশা করলেও হট্টগোল হওয়ার আশঙ্কাও করছেন। কারো কারো ধারণা, গত বছরের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে এবারের নির্বাচনে।</p> <p>তবে নির্বাচন পরিচালনা উপকমিটিরি আহ্বায়ক আবুল খায়ের কালের কণ্ঠকে বলেন, ‘ভোটের প্রস্তুতি সম্পন্ন। আশা করছি সুন্দর, আনন্দময় পরিবেশে নির্বিঘ্নে সুষ্ঠু ভোট হবে।’</p> <p>ভোট নির্বিঘ্ন করতে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সহযোগিতা তো বরাবরই চাওয়া হয়। সহযোগিতা মানে এই না, পুলিশে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন ছেয়ে যাওয়া। আমারা নির্বাচন পরিচালনা উপকমিটিতে যারা কাজ করছি, তাদের জন্য সশস্ত্র আনসার মোতায়েন করা হয়েছে।’</p> <p>এবারের নির্বাচনে সাত হাজার ৮৮৮ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ১০টি বুথে একসঙ্গে ৫০ জন যাতে ভোট দিতে পারেন, সে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান নির্বাচন পরিচালনা কমিটির প্রধান।</p> <p><strong>সাদা প্যানেলের প্রার্থীরা </strong><br /> এ প্যানেল থেকে সভাপতি পদে প্রার্থী হয়েছেন আবু সাঈদ সাগর, সম্পাদক পদে শাহ মঞ্জুরুল হক, সহসভাপতি দুটি পদে যথাক্রমে রমজান আলী শিকদার ও ড. দেওয়ান মো. আবু ওবাঈদ হোসেন (সেতু), কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ নুরুল হুদা আনসারী, সহসম্পাদকের দুটি পদে মো. হুমায়ুন কবির ও মোহাম্মদ হুমায়ুন কবির (পল্লব)। আর সদস্য সাতটি পদে যথাক্রমে খালেদ মোশাররফ (রিপন), মাহমুদা আফরোজ (মনি), মোহাম্মদ খালেকুজ্জামান ভূইয়া, মো. বেলাল হোসেন, মো. রায়হান রনি, রাশেদুল হক খোকন ও সৌমিত্র সরদার প্রার্থী হয়েছেন।</p> <p><strong>নীল প্যানেলের প্রার্থীরা </strong><br /> এ প্যানেল থেকে সভাপতি পদে প্রার্থী হয়েছেন এ এম মাহবুব উদ্দিন (খোকন), সম্পাদক পদে মো. রুহুল কুদ্দুস (কাজল), সহসভাপতি দুটি পদে মো. হুমায়ুন কবির ও সরকার তাহমিনা বেগম সন্ধ্যা, কোষাধ্যক্ষ পদে রেজাউল করিম, সহসম্পাদক পদে মাহফুজুর রহমান (মিলন) ও মোহাম্মদ আব্দুল করিম। আর সদস্য সাতটি পদে ফাতিমা আক্তার, মো. শফিকুল ইসলাম, মো. রাসেল আহমেদ, মোহাম্মদ আশিকুজ্জামান নজরুল, মহিউদ্দিন হানিফ, মো. ইব্রাহিম খলিল ও সৈয়দ ফজলে এলাহী প্রার্থী হয়েছেন। </p> <p><strong>স্বতন্ত্র প্রার্থী যাঁরা </strong><br /> পরিচিত দুই প্যানেলের বাইরে সভাপতি পদে প্রার্থী হয়েছেন মো. খলিলুর রহমান বাবলু (এম কে রহমান) ও মো. ইউনুছ আলী আকন্দ। সম্পাদক পদে প্রার্থী হয়েছেন নাহিদ সুলতানা যুথী ও ফরহাদ উদ্দিন আহমেদ ভুইয়া। এ ছাড়া কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়েছেন মো. সাইফুল ইসলাম।</p>