<p>প্রথমবারের মতো নির্মাণ ও মৎস্য খাতে কর্মী নেওয়ার কথা জানিয়েছে দক্ষিণ কোরিয়া। এ দুই খাতে প্রায় তিন হাজার কর্মী নেবে দক্ষিণ কোরিয়া। আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক।</p> <p>প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে চলতি বছর ১০ হাজার ৭৭৬ জন কর্মী নেবে দক্ষিণ কোরিয়া। এর মধ্যে প্রতিবছরের মতো উৎপাদন খাতে সাত হাজার ৫০০ ও জাহাজ শিল্প খাতে ৩০৪ জন কর্মী নেওয়া হবে। এ দুই খাত বাদেও প্রথমবারের মতো নির্মাণ খাতে এক হাজার ৯৫ ও মৎস্য খাতে এক হাজার ৮৭৭ জন কর্মী নেবে দক্ষিণ কোরিয়া। এই কর্মীরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমেটেডের ১১তম ইপিএস পদ্ধতির মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় কাজ করতে যাবেন।’</p> <p>প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরো বলেন, ‘আগামীকাল থেকে এই খাতগুলোতে কাজ করতে আগ্রহী কর্মীরা আবেদন করতে পারবেন। আগামী ১১ মার্চ পর্যন্ত কর্মীদের আবেদন নেওয়া হবে। যেকোনো একটি খাতে কর্মীরা আবেদন করতে পারবেন। ৩০ হাজার কর্মীর আবেদন গ্রহণ করা হবে। আবেদনকারীর সিরিয়াল অনুযায়ী আবেদন গ্রহণ করা হবে। অর্থাৎ যারা শুরুতে আবেদন করবেন তাদের আবেদন গ্রহণ করা হবে। আবেদনকারীকে অবশ্যই দক্ষিণ কোরিয়ার ভাষা জানতে হবে।’</p> <p>দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক বলেন, ‘বাংলাদেশি কর্মীরা যদি দক্ষিণ কোরিয়ায় সঠিকভাবে তাদের কাজ করতে পারে তবে তারা নিয়োগকর্তাদের পছন্দের কর্মী হবেন। এর ফলে তারা সেখানে প্রচুর পরিমাণে আয় করতে পারবেন। এতে বাংলাদেশের রেমিট্যান্সের হারও বৃদ্ধি পাবে।’</p>