<p>প্রথমবারের মতো আন্তর্জাতিক বিজ্ঞান মেলার আয়োজন করেছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের (ডিআরএমসি) সায়েন্স ক্লাব। ‘১৫তম ডিআরএমসি জাতীয় বিজ্ঞান ও কোডাভার ১.০ আন্তর্জাতিক কার্নিভাল-২০২৪’ মেলার বিজয়ীরা এ বছর আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে। এ কারণে ১৫তম ডিআরএমসি জাতীয় বিজ্ঞান প্রতিযোগিতার এবারের অন্যতম আকর্ষণ কোডেভার ১.০। চারদিন ব্যাপী অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতা শুরু হবে আগামী বৃহস্পতিবার। ডিআরএমসি ক্যাম্পাস প্রাঙ্গণে এই মেলা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।</p> <p>আজ সোমবার ডিআরএমসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দৈনিক কালের কণ্ঠ।</p> <p>বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগিদের মধ্যে সেরা ১০টি দল দুবাইয়ে কোডাভার ৫.০ প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করবে। তারা আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতা করবে এবং তাদের উদ্ভাবনী প্রকল্পগুলি প্রদর্শন করবে। যার জাতীয় পর্যায়ের বাছাইকরন হবে কোডাভার বাংলাদেশ ১.০ মাধ্যমে।</p> <p>ডিআরএমসির কলেজ এল্ডার ও বিজ্ঞান ক্লাবের সভাপতি অভিরূপ সরকার কালের কণ্ঠকে বলেন, ‘তৃতীয় শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। চারটি ক্যাটাগরিতে ইভেন্টগুলো পরিচালিত হবে। জুনিয়র ক্যাটাগরিতে অংশ নেবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা, সেকেন্ডারি ক্যাটাগরিতে নবম ও দশম স্তরের শিক্ষার্থীরা, সিনিয়র ক্যাটাগরিতে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষার্থীরা পৃথক পৃথক ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশ নেবে। প্রতিটি ক্যাটাগরির জন্য ভিন্ন ভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।’</p> <p>প্রতিযোগিদের জন্য পর্যাপ্ত প্রতিযোগিতার ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘প্রজেক্ট ডিসপ্লে প্রতিযোগিতা, ওয়াল ম্যাগাজিন প্রদর্শনী, স্ক্র্যাপবুক প্রদর্শনী, ফটোগ্রাফি প্রদর্শী, বিজ্ঞান ভিত্তিক চিত্র প্রদর্শনী, বিভিন্ন বিষয়ে অলিম্পিয়াড, কুইজ, রোবোটিক্স প্রতিযোগিতা ও গেমিংসহ বিভিন্ন প্রতিযোগিতা। অন্যদিকে কোডাভার বাংলাদেশ ১.০ এর অন্তর্ভুক্তি আধুনিক বৈজ্ঞানিক ল্যান্ডস্কেপে কোডিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্বের ওপর জোর দেয়।</p> <p>আয়োজকদের দাবি, এই প্রতিযোগিতা দেশের বিজ্ঞান অনুরাগীদের একত্র করতে একটি অসাধারণ উদ্যোগ। যার মাধ্যমে তরুণরা আরো বিজ্ঞানমনস্ক হবে। তাদের ক্রিয়াকালাপে থাকবে বিজ্ঞানের ছাপ। এবারের আয়োজনটি দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।</p> <p>এই আয়জনের উদ্দেশ্য শিক্ষার্থীদের বিভিন্ন ক্রিয়াকলাপের পরিসরের সাথে যুক্ত করা ও বিজ্ঞানের প্রতি আজীবন সম্পর্ককে অনুপ্রাণিত করা। এ ছাড়াও শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশকে উৎসাহিত করা যেখানে সৃজনশীলতা এবং বুদ্ধিবৃত্তিক কৌতূহল বিকাশ লাভ করে। প্রস্তুতি যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, অংশগ্রহণকারীরা, সংগঠকরা এবং বিজ্ঞান উৎসাহীরা একইভাবে অধীর আগ্রহে আছে এই ইভেন্টের জন্য যাতে এটি স্মরণীয় হয়ে থাকে সকলের মাঝে।</p>