<p style="text-align: justify;">পাঁচ মাস হাসপাতালে চিকিৎসার পর গুলশানের বাসা ফিরোজায় ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেল ৪ টায় তিনি বাসায় ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।</p> <p style="text-align: justify;">তিনি বলেন, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আজ বৃহস্পতিবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের বাসায় ফেরার শিডিউল রয়েছে। </p> <p style="text-align: justify;">গতকাল বুধবার খালেদা জিয়াকে মেডিক্যাল বোর্ড সাময়িকভাবে বাসায় যাওয়ার ‘ছাড়পত্র’ দেন। তবে, লিভার সিরোসিস সহ নানা রোগে আক্রান্ত ৭৯ বছর বয়সী খালেদা জিয়ার চিকিৎসা বাসায় চলবে।</p> <p style="text-align: justify;">বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, ম্যাডামকে বিকেলে বাসায় নিয়ে যাওয়া হবে। তার মেডিক্যাল বোর্ডের পরামর্শে সাময়িকভাবে বাসায় যাওয়ার এই সিদ্ধান্ত হয়েছে। বোর্ড এও সিদ্ধান্ত নিয়েছে যে, গুলশানের বাসায় ম্যাডামের চিকিৎসা দেবেন মেডিক্যাল বোর্ড। সেখানে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।</p> <p style="text-align: justify;"> সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনিসহ নানা রোগে ভুগছেন। এরপর করোনায় আক্রান্ত হওয়াসহ বেশ কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেন তিনি। </p> <p style="text-align: justify;">সর্বশেষ ২০২৩ সালের ৯ আগস্ট তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শারীরিক অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে তার পরিবার থেকে সরকারের কাছে আবেদন করা হয়। কিন্তু কয়েকদফা আবেদনের পর সরকারের তরফ থেকে অনুমতি মেলেনি। গত ২৭ অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক আনা হয়। পরদিন এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার যকৃতের রক্তনালিতে সফল অস্ত্রোপচার করেন তারা।</p> <p style="text-align: justify;">এরপর লিভার সিরোসিসজনিত জটিলতা কিছুটা উপশম হলেও তাকে হাসপাতালেই সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়। সর্বশেষ গত ৯ জানুয়ারি বিকেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে কেবিন থেকে সিসিইউতে নেয়া হয়। অবস্থার কিছুটা উন্নতি হওয়ার পর সন্ধ্যায় তাকে ফের কেবিনে আনা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেড এম জাহিদ হোসেন।</p> <p style="text-align: justify;"><span style="color:#c0392b;"><span style="font-size:22px;"><strong>আরও পড়ুনঃ </strong></span></span></p> <div style="background:#eeeeee;border:1px solid #cccccc;padding:5px 10px;"> <ul> <li> <h2 style="text-align: justify;"><a href="https://www.kalerkantho.com/online/national/2023/12/11/1344644" target="_blank"><span style="font-size:22px;"><strong>খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর</strong></span></a></h2> </li> <li> <h2 style="text-align: justify;"><a href="https://www.kalerkantho.com/online/Politics/2023/12/24/1348496" target="_blank"><span style="font-size:22px;"><strong>খালেদা জিয়ার কেবিনে অজ্ঞাতের প্রবেশচেষ্টায় রিজভীর উদ্বেগ</strong></span></a></h2> </li> <li> <h2 style="text-align: justify;"><a href="https://www.kalerkantho.com/online/national/2024/01/11/1353898" target="_blank"><span style="font-size:22px;"><strong>পাঁচ মাস পর হাসপাতাল থেকে বাসায় ফিরছেন খালেদা জিয়া</strong></span></a></h2> </li> </ul> </div> <p style="text-align: justify;"> </p> <p style="text-align: justify;">গত মঙ্গলবার বিকেলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছিল। সেখানে আড়াই ঘণ্টার কিছু বেশি সময় চিকিৎসা দেওয়ার পর আবার কেবিনে নেওয়া হয়। গত পাঁচ মাসে এ নিয়ে একাধিকবার সিসিইউতে নেওয়া হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে।</p>