<p>কক্সবাজার এরিয়ায় মোতায়েন সেনাবাহিনীর কার্যক্রম গতকাল শনিবার পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ‘ইন এইড টু দি সিভিল পাওয়ার’-এর আওতায় অসামরিক প্রশাসনকে সহায়তা দেওয়ার জন্য গত ৩ জানুয়ারি দেশব্যাপী সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।</p> <p>পরিদর্শনকালে সেনাপ্রধান মোতায়েন সেনা সদস্যদের কার্যক্রম প্রত্যক্ষ করার পাশাপাশি তাঁদের সঙ্গে মত বিনিময় করেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও কক্সবাজার এরিয়ার এরিয়া কমান্ডার ছাড়াও সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।</p> <p><strong>নির্বাচনী সরঞ্জাম ও জনবল প্রেরণ </strong><br /> আইএসপিআর অন্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ৪ ও ৫ জানুয়ারি বাংলাদেশ বিমানবাহিনীর তিনটি এমআই-১৭ এবং দুটি বেল-২১২ হেলিকপ্টারযোগে সর্বমোট ১৯টি মিশনে বরকল, লক্ষ্মীছড়ি, আলীকদম, মারিশা, থানচি, যক্ষ্মাবাজার, রোয়াংছড়ি, বিলাইছড়ি, রুমাসহ অন্যান্য দুর্গম পাহাড়ি অঞ্চলের ১১০টি পয়েন্টে প্রিজাইডিং অফিসার, ভোটগ্রহণ কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ৫২৪ জন সদস্য এবং চার হাজার ৬৬০ কেজি নির্বাচনী মালপত্র ও ব্যালট বাক্স সুষ্ঠুভাবে পরিবহন করা হয়।</p> <p>গতকালও ‘হেলি সর্টির’ মাধ্যমে অবশিষ্ট ভোটকেন্দ্রগুলোতে প্রিজাইডিং অফিসার, ভোটগ্রহণ কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য, ব্যালট বাক্স এবং প্রয়োজনীয় সরঞ্জাম পরিবহন অপারেশন পরিচালনা করা হয়েছে। আগামী ৮, ৯ ও ১০ জানুয়ারি ওই সদস্যদের এবং নির্বাচনী সরঞ্জাম প্রত্যাহারের ‘অপারেশন’ পরিচালনা করা হবে। পাশাপাশি বিমানবাহিনীর আকাশ থেকে সক্রিয় নজরদারি চলমান রয়েছে।</p>