<p>নাশকতার মামলায় বিএনপির দুই ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে ২১ মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী ভার্চুয়ালি এ রায় দেন।</p> <p>বিএনপির একাধিক আইনজীবী এ তথ্য নিশ্চিত করেছেন। আলতাফ হোসেন চৌধুরী বিএনপির ক্ষমতাকালে স্বরাষ্ট্রমন্ত্রী ও হাফিজ উদ্দিন পানিসম্পদমন্ত্রী ছিলেন।</p> <p>আইনজীবীদের সূত্রে জানা যায়, রাজধানীর গুলশান থানায় দায়ের করা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপির এ দুই নেতাকে সাজা দেওয়া হয়েছে। গুলশান থানায় মামলাটি হয় ২০১১ সালে। আলতাফ হোসেন চৌধুরী ও হাফিজ উদ্দিন আহমেদ ছাড়া এ মামলার আসামি বিএনপির আরো পাঁচজনকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। বয়স ও সামাজিক মর্যাদা বিবেচনায় আলতাফ হোসেন ও হাফিজ উদ্দিনকে সাজা কম দেওয়া হয়েছে।</p>