<p>ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের প্রার্থিতা বাতিল আবেদন করেছিলেন আওয়ামী লীগের প্রার্থী শামীম হক। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আজাদের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে দ্বৈত নাগরিকত্বের অভিযোগেই শামীম হকের প্রার্থিতা বাতিল হয়েছে। </p> <p>আজ শুক্রবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানির পর এই রায় দেন নির্বাচন কমিশন। আপিল শুনানিতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। উপস্থিত ছিলেন অন্য চার কমিশনারসহ ইসি সচিব।</p> <p>শুনানি শেষে এ কে আজাদের আইনজীবী মোস্তাফিজুর রহমান খান বলেন, শামীম হকের আইনজীবী এ কে আজাদের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তোলেন। ইসি আইনজীবীর কাছে জানতে চায়, এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য রয়েছে কি না। তখন কোনো সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানান শামীম হকের আইনজীবী। ফলে অভিযোগ খারিজ করে দেয় ইসি।</p>