kalerkantho

শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১     

ভাষাসৈনিক রওশন আরা বাচ্চুর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

কালের কণ্ঠ অনলাইন   

৪ ডিসেম্বর, ২০১৯ ০৯:৩৫ | পড়া যাবে ১ মিনিটেভাষাসৈনিক রওশন আরা বাচ্চুর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

ভাষাসৈনিক রওশন আরা বাচ্চুর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গভীর শোক প্রকাশ করেছেন।

রাষ্ট্রপতি এক শোকবার্তায় রওশন আরা বাচ্চুর রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে রওশন আরা বাচ্চু যে অবদান রেখেছেন জাতি তা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।

ভাষা সৈনিক রওশন আরা বাচ্চু গতকাল রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মন্তব্যসাতদিনের সেরা