kalerkantho

শনিবার । ৩১ শ্রাবণ ১৪২৭। ১৫ আগস্ট ২০২০ । ২৪ জিলহজ ১৪৪১

সদরঘাটে ভবনের ছাদে ধস, উদ্ধারকাজ চলছে

কালের কণ্ঠ অনলাইন   

১৭ জুলাই, ২০১৯ ১৫:২৯ | পড়া যাবে ১ মিনিটেসদরঘাটে ভবনের ছাদে ধস, উদ্ধারকাজ চলছে

রাজধানীর সদরঘাটে একটি ভবনের ছাদের কিছু অংশ ধসে পড়েছে। আজ বুধবার দুপুর ১টা ২৩ মিনিটে সদরঘাটের সুমনা ক্লিনিকের পাশে অবস্থিত ভবনটির ছাদের কিছু অংশ ধসে পড়ে। ভবনটি থেকে বাসিন্দাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী  জানিয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, ভবনটির কাছেই ফায়ার সার্ভিস স্টেশন। খবর পেয়ে কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আশপাশ থেকে সবাইকে সরিয়ে ভবনটি থেকে এর বাসিন্দাদের উদ্ধারে কাজ করছেন।

দুপুরে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত উদ্ধার কাজ চলছিল। 

মন্তব্যসাতদিনের সেরা