দেশে ইয়াবা ও আইসের পর নতুন ধরনের মাদকের ব্যবহার বাড়ছে। পশ্চিমা দেশগুলো থেকে আসা সাইকোডেলিক মাদক নিয়ে তৈরি হয়েছে নতুন উৎকণ্ঠা। এগুলোর মধ্যে লাইসার্জিক এসিড ডাই-ইথাইলামাইড (এলএসডি), ডাইমিথাইল ট্রিপটামিন (ডিএমটি) ও ম্যাজিক মাশরুম (সিলোসাইবিন) অন্যতম।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নতুন মাদকগুলো নিয়ন্ত্রণই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বিজ্ঞাপন
ডিএনসির পরিচালক (অপারেশনস) কুসুম দেওয়ান বলেন, ভৌগোলিক কারণে মাদকের গোল্ডেন ট্রায়াঙ্গল, গোল্ডেন ওয়েজ, গোল্ডেন ভিলেজ ও গোল্ডেন ক্রিসেন্ট এলাকাগুলোর জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ হচ্ছে বাংলাদেশ। এর থেকে পরিত্রাণ পেতে সচেতনতার বিকল্প নেই।