kalerkantho

সোমবার । ১৩ আশ্বিন ১৪২৭ । ২৮ সেপ্টেম্বর ২০২০। ১০ সফর ১৪৪২

ঝুড়িভর্তি মুরগির ডিম সাবাড় করে ফণা তুলেছে গোখরো! (ভিডিও)

অনলাইন ডেস্ক   

২৮ জুলাই, ২০২০ ১৯:৩৬ | পড়া যাবে ২ মিনিটেঝুড়িভর্তি মুরগির ডিম সাবাড় করে ফণা তুলেছে গোখরো! (ভিডিও)

ফাইল ছবি।

বর্ষার দিনে সাপখোপ জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়বে- এটাই ভারতের উত্তরবঙ্গের জঙ্গলঘেরা এলাকার পরিচিত দৃশ্য। মানুষজনও কিছুটা অভ্যস্ত। মাঝে মাঝে বিষধর সাপের উপদ্রবে অনেক প্রাণহানিও ঘটে। তবে ময়নাগুঁড়ির এক বাড়িতে আশ্রয় নেওয়া বিষাক্ত গোখরো যা করল, তাতে চোখ কপালে ওঠার জোগাড় গৃহকর্তার। সোমবার সন্ধ্যা নাগাদ তিনি ঘরে ঢুকে দেখলেন, খাটের নিচে রাখা ঝুড়ি থেকে অনায়াসে ডিম সাবাড় করে দিচ্ছে বিশালাকার গোখরো সাপ! পাশে পড়ে রয়েছে দুটি মুরগির নিথর দেহ।

জলপাইগুঁড়ির ময়নাগুঁড়ির মাধবপুর গ্রামের বাসিন্দা ননী রায়। মুরগির ডিমে তা দেওয়ার জন্য প্রচুর ডিম ঝুড়ি ভর্তি করে রেখে দিয়েছিলেন নিজের ঘরের খাটের তলায়। দুটি মুরগিকে দিন কয়েক ধরে তা দেওয়ানোর চেষ্টা চলছিল। সোমবার সন্ধ্যাবেলা তিনি কাজ থেকে ফিরে ঘরের অবস্থা দেখে চমকে ওঠেন। ঘরে ঢুকে ননীবাবু দেখেন, মুরগি দুটি নিথর অবস্থায় পড়ে আছে। তাদের গায়ে হাত ছোঁয়াতেই তিনি বুঝতে পারেন, মুরগিরা মৃত। এরপর খাটের তলায় উঁকি দিতেই কার্যত শিউরে ওঠেন। দেখেন, ঝুড়িভর্তি ডিমগুলো একমনে খেয়ে চলেছে বড়সড় একটা গোখরো সাপ!

তবে বাড়ির মালিকের উপস্থিতি অগ্রাহ্য করে গোখরো তখনো ডিম ভক্ষণে ব্যস্ত। ননীবাবু সঙ্গে সঙ্গে খবর দেন স্থানীয় এক পরিবেশ কর্মীকে। তাঁর সহায়তায় বন দপ্তরে খবর যায়। বনকর্মী ননীবাবুর বাড়িতে এসে উদ্ধার করেন বিষধর গোখরোটিকে। তাঁরা বলছেন, প্রচুরসংখ্যক ডিম খেয়ে ফেলায় গোখরোর শরীর ভারী হয়ে গিয়েছিল। তাই তাকে ঘর থেকে বের করে জঙ্গলে ছাড়তে বেশ বেগ পেতে হয়েছে।

সূত্র : সংবাদ প্রতিদিন।

মন্তব্যসাতদিনের সেরা