<p>শীতকালে ত্বকের যত্ন প্রয়োজন নারী পুরুষ নির্বিশেষে সবার। ছেলেরা ত্বকের যত্নআত্তির বিষয়ে বেখেয়ালি। ছেলেদের ত্বক স্বাভাবিকভাবেই একটু রুক্ষ হয় আর এই সময় ত্বকের রুক্ষতা আরও বেড়ে যায়। কেবল রুক্ষতাই না, অযত্নের কারণে ত্বকে দেখা দেয় ব্রণ, ঠোঁটের পাশে ফেটে যাওয়া কিংবা মুখে হাতে সাদাটে হয়ে যাওয়ার মতো বিভিন্ন সমস্যা। তাই শীতে ছেলেদের উচিৎ ত্বকের সঠিকভাবে যত্ন নেওয়া। জেনে নিন এ ঋতুতে ছেলেরা কিভাবে ত্বককে ভালো রাখতে পারেন- </p> <p><strong>ক্লিনজার</strong><br /> ঘুম থেকে উঠার পর ত্বকের সঙ্গে মানানসই একটা ক্লিনজার বা ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। ত্বক শুষ্ক হোক কিংবা তৈলাক্ত, ঘুম থেকে উঠে ক্লিনজার দিয়ে মুখটা পরিষ্কার করে নেয়া জরুরি। সকালে মুখের ত্বকে যে অতিরিক্ত তেল জমে থাকে তা ত্বকে ব্রণের সমস্যা তৈরি করতে পারে। শীত দেখে কিন্তু অনেকেই মুখ পরিষ্কার করতে গরম পানি ব্যবহার করে থাকি। আবার অনেকে  একদম ঠাণ্ডা পানি ব্যবহার করে থাকি। গরম বা ঠাণ্ডা পানি কোনোটাই কিন্তু ত্বকের জন্য ভালো না। কারণ এতে ত্বকের ন্যাচারাল তেল নষ্ট হয়ে যায়। তাই মুখ পরিষ্কার করার সময় হালকা কুসুম গরম পানি ব্যবহার করা ভালো।</p> <p><strong>এক্সফলিয়েটর</strong><br /> এক্সফোলিয়েটিং মূলত ত্বকের মৃতকোষকে পরিষ্কার করাকে বলা হয়। ত্বকে যে মৃতকোষ তৈরি হয়, এক্সফোলিয়েটিং এর মাধ্যমে তা পরিষ্কার হয়ে যায়। ফলে ত্বক হয় মসৃণ ও সুন্দর।  শীতে ত্বক অনেক বেশি রুক্ষ হয়ে যায়, ত্বকের এই রুক্ষতা থেকে ফাইনলাইনস বা বলিরেখার তৈরি হয়। এক্সফলিয়েশনের কারণে ত্বকের আরও কিছু উপকার হয়, যেমন ব্রন বা পিগমেনটেশন সমস্যা দূর করতে সাহায্য করে। এতে ত্বক হয়ে ওঠে স্বাস্থোজ্জ্বল।</p> <p><strong>ময়েশ্চারাইজার</strong><br /> ত্বকের শুষ্কতা দূর করতে ময়েশ্চারাইজার  ব্যবহার করা জরুরি। এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। ত্বককে সব সময় ময়েশ্চারাইজড রাখা খুব জরুরি এই  সময়। অনেকেই মনে করেন তৈলাক্ত ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করার দরকার নেই। কিন্তু এই ধারণাটি ভুল। সব ধরনের ত্বকের জন্যই কিন্তু ময়েশ্চারাইজার দরকার। শীতে ত্বক বেশি শুষ্ক হয়ে পড়লে মুখ সাদাটে হয়ে যায়। এই সাদাটে ভাব দূর করতে ময়েশ্চারাইজার সব থেকে ভালো কাজ করে। দিনে ও রাতে সবসময় ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি। রাতে অয়েল বেসড ময়েশ্চারাইজার ব্যবহারে অনেক বেশি উপকার পাওয়া যায়। ত্বকের ধরন বুঝে অয়েল বেজড, ওয়াটার বেজড অথবা জেল বেজড ময়েশ্চারাইজার ব্যবহার করে উপকৃত হবেন।</p> <p><strong>সানস্ক্রিন</strong><br /> ত্বককে ভালো রাখতে চাইলে সানস্ক্রিন ব্যবহারের বিকল্প নেই। বিশেষ করে ছেলেদের ত্বকের জন্য সানস্ক্রিন বেশি দরকার। কেননা ছেলেদের বেশির ভাগ সময় বাহিরে থাকা হয়। শীতকালে রোদে থাকতে কম বেশি সবারই ভালো লাগে। রোদের তাপটা এই সময় খুব ভালো লাগে। তাপ কম থাকে দেখে অনেকেই ভাবেন এই সময় সানস্ক্রিন এপ্লাই না করলেও চলবে। কিন্তু এই ধারণাটা একদম ভুল। সূর্যের ক্ষতিকর ইউভি-রে ত্বককে ড্যামেজ করে  এবং সানট্যানের সমস্যাও হতে পারে।</p> <p><strong>লিপবাম</strong><br /> শীতে ঠোঁটের চামড়া শুষ্ক হয়ে যায়, ফেটে যায়। এই সময় ঠোঁটেরও প্রয়োজন বাড়তি যত্ন। সকালে ঘুম থেকে উঠেই ঠোঁটে লিপবাম ব্যবহার করুন। এতে ঠোঁট ফাটা দূর করবে এবং ঠোঁট থাকবে নরম। আবার রাতে ঘুমানোর আগে এবং বাহিরে বের হওয়ার আগেও লিপবাম ব্যবহার করার কথা ভুলবেন না। </p>