<p>বাড়ি থেকে বেরোনোর আগে গায়ে কয়েক ফোঁটা সুগন্ধি না মাখলে সাজই পূর্ণতা পায় না। সুগন্ধির বোতলটি হাতে নিলে চোখে পড়ে কোনটায় লেখা Eau de Parfum, আবার কোনটায়  লেখা Eau de Toilette। এ দুটোর মধ্যে পার্থক্য অনেকেই জানেন না। জেনে নিন এ শব্দগুলো দিয়ে কি বোঝায়- </p> <p>পারফিউম বা সুগন্ধি কেনার ক্ষেত্রে ঘ্রাণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এর পরে বিবেচনার বিষয়ে আসে ব্র্যান্ড, দাম, যে বোতলটিতে রাখা হয়েছে তার প্যাকেজিং ইত্যাদি। কিন্তু এর পাশাপাশি অনেকেই ইও ডি পারফিউম এবং ইও ডি টয়লেট এ দু শব্দ দেখেও কেনেন।  ইডিপি বা ইও ডি পারফিউম লেখা সুগন্ধিতে মূল ঘ্রাণ বা সুগন্ধির ঘনত্ব থাকে ১২ শতাংশ থেকে ১৮ শতাংশ। এছাড়া এ ধরনের সুগন্ধি ঘ্রাণ বিলাতে থাকে কমপক্ষে চার থেকে পাঁচ ঘন্টা। যদিও EDP সুগন্ধিগুলিতে অ্যালকোহলের ঘনত্ব বেশি থাকে, তবে এটি অন্যান্য সুগন্ধির ধরণের তুলনায় সংবেদনশীল ত্বকের জন্যও ভাল।</p> <p>অন্যদিকে ইডিটি বা ইও ডি টয়লেট লেখা সুগন্ধিতে ঘ্রাণ বা সুগন্ধির ঘনত্ব থাকে ৮ শতাংশ থেকে ১২ শতাংশের মধ্যে। ফলে এটি ব্যবহারে ঘ্রাণ স্থায়ি হয় ২ থেকে ৩ ঘন্টা। ইডিটি মূলত রাতে ব্যবহারের জন্য তৈরি করা সুগন্ধি। যা ঘুমানোর আগেও ব্যবহার করা যেতে পারে। এটিকে 'নাইটওয়্যার' সুগন্ধিও বলা হয়ে থাকে। মজার ঘটনা হচ্ছে, ইও ডি টয়লেট ফরাসি শব্দ "ফেয়ার সা টয়লেট" থেকে এসেছে যার অর্থ প্রস্তুত হওয়া। সবমিলিয়ে বলা চলে রাতে ব্যবহারের জন্য আদর্শ সুগন্ধি হচ্ছে ইও ডি টয়লেট। </p> <p>জেনে রাখা ভালো, ইও ডি পারফিউমের দাম সবসময়ই বেশি হবে ইও ডি টয়লেটের তুলনায়। সুগন্ধির স্থায়ীত্বের উপর যেহেতু দাম অনেকটাই নির্ভরশীল তাই এটি যুক্তিযুক্তও বটে।</p>