শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১
কদমা ও বাতাসা অনেকেরই প্রিয়। বিশেষ করে শিশুরা এসব খাবার খুবই পছন্দ করে। এ লেখায় দেওয়া হলো কদমা ও বাতাসা তৈরির রেসিপি।
কদমা
যা যা লাগবে
চিনি ২ কেজি
পানি ২ কাপ
কদমার ছাঁচ বা মেকার
আইসিং সুগার আধা কাপ।
যেভাবে বানাবেন
১. চিনি ও পানি চুলায় দিয়ে ফুটে উঠলে পানিতে ১ চামচ শিরা দিন।
২. চিনি জমাট বাঁধলে ছড়ানো পাত্রে আইসিং সুগার ছিটিয়ে শিরা ঢেলে অল্প গরম থাকা অবস্থায় রোল করে খুঁটিতে ঝুলিয়ে টানতে হবে। আবার ভাঁজ করুন।
৩. এভাবে অনেকবার করলে যখন ভেতরটা ফাঁপানো হবে তখন চপিংবোর্ডে আইসিং সুগার ছিটিয়ে রোল করে নিন।
৪. কদমা বানানোর ছাঁচ বা মেকারে চাপ দিয়ে কেটে কদমার আকারে কেটে নিতে হবে। বাতাসে রেখে শুকিয়ে নিন।
ইউটিউব ভিডিওটি দেখলে কদমা বানানোর উপায় সম্পর্কে ধারণা পাওয়া যাবে-
বাতাসা
যা যা লাগবে
চিনি ৩ কাপ
পানি আধা কাপ
বেকিং পাউডার ১ চা-চামচ
গোলাপ জল ১ টেবিল চামচ
আইসিং সুগার আধা কাপ।
যেভাবে বানাবেন
১. চিনি, পানি, গোলাপ জল একসঙ্গে চুলায় দিন।
২. ভালো করে ফুটে উঠলে কড়াইয়ে ফেনা ভরে গেলে বেকিং পাউডার দিয়ে নাড়ুন।
৩. ছড়ানো পাত্রে আইসিং সুগার ছিটিয়ে চামচে করে পাত্রে ছোট ছোট বাতাসার আকারে রাখতে হবে।
৪. ঠাণ্ডা হলে বয়ামে ভরে রাখুন।
একই ধরনের অন্য একটি রেসিপি ইউটিউব ভিডিওতে দেখুন-
মন্তব্য