<p>৮৩তম ডিএসএসসি আর্মি মেডিক্যাল কোর (এএমসি) এবং ৬৯তম ডিএসএসসি আর্মি ডেন্টাল কোরে (এডিসি) পুরুষ ও মহিলা প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুধু অনলাইনে আবেদন করা যাবে ২৪ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত।</p> <p><strong>আবেদনে যোগ্যতা :</strong> আর্মি মেডিক্যাল কোরের (এএমসি) প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সরকার কর্তৃক মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি এবং ইন্টার্নশিপ সম্পন্ন। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায়ই জিপিএ-৫ থাকতে হবে। ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য ‘অ’ লেভেলে কমপক্ষে ২টি বিষয়ে ন্যূনতম একটিতে ‘অ’ এবং ১টিতে ‘ই’ গ্রেড থাকতে হবে। ‘ঙ’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে কমপক্ষে ৩টিতে ‘অ’ গ্রেড ও ৩টিতে ‘ই’ গ্রেড থাকতে হবে। আর্মি ডেন্টাল কোর (এডিসি)-এর জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সরকার কর্তৃক মেডিক্যাল অথবা ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি এবং ইন্টার্নশিপ সম্পন্ন। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায়ই থাকতে হবে জিপিএ ৫। ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য ‘অ’ লেভেলে কমপক্ষে ২টি বিষয়ে  ‍ন্যূনতম একটিতে ‘অ’ এবং ১টিতে ‘ই’ গ্রেড থাকতে হবে। ‘ঙ’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে কমপক্ষে ৩টিতে অ গ্রেড ও ৩টিতে ই গ্রেড থাকতে হবে। পুরুষ অবিবাহিত। তবে ১ জুলাই ২০২৪ তারিখে যাদের বয়স ২৬ বছরের ওপরে হবে, সে সকল পুরুষ প্রার্থীও আবেদন করতে পারবে। মহিলা বিবাহিত বা অবিবাহিত। হতে হবে জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক।</p> <p><strong>প্রার্থীর শারীরিক যোগ্যতা : </strong>মেডিক্যাল কোর এবং ডেন্টাল কোর দুই ক্ষেত্রেই ১ জুলাই ২০২৪ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৮ বছর। পুরুষ প্রার্থীদের বেলায় ন্যূনতম শারীরিক যোগ্যতার ক্ষেত্রে উচ্চতা ১.৬৩ মিটার বা ৫ ফুট ৪ ইঞ্চি। ওজন ৫৭ কেজি বা ১২৬ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার বা ৩০ ইঞ্চি, প্রসারণে ০.৮১ মিটার বা ৩২ ইঞ্চি। মহিলা প্রার্থীদের বেলায় উচ্চতা ১.৫৫ মিটার বা ৫ ফুট ১ ইঞ্চি। ওজন ৪৯ কেজি বা ১০৯ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭১ মিটার বা ২৮ ইঞ্চি, প্রসারণে ০.৭৬ মিটার বা ৩০ ইঞ্চি।</p> <p><strong>প্রার্থী নির্বাচন পদ্ধতি : </strong>সেনাবাহিনীর নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের (<a href="http://joinbangladesharmy.army.mil.bd" target="_blank">http://joinbangladesharmy.army.mil.bd</a>) মাধ্যমে অনলাইনে আবেদন জমা দিতে হবে। অনলাইনে আবেদনের দরকারী তথ্য পাওয়া যাবে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি ও সেনাবাহিনীর ওয়েবসাইটে। ঢাকা সেনানিবাসে ১ মার্চ ২০২৪ পেশাগত বিষয়ে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের প্রাথমিক স্বাস্থ্য ও প্রাথমিক মৌখিক পরীক্ষা নেওয়া হবে ২১ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত। দুই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আইএসএসবি-এর দপ্তর, ঢাকা সেনানিবাসে সাক্ষাৎকার নেওয়া হবে। আইএসএসবি পরীক্ষা বা সাক্ষাৎকারের চূড়ান্ত ফল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এরপরই প্রার্থীদের চূড়ান্ত নির্বাচন এবং যোগদানের নির্দেশনা দেওয়া হবে।</p> <p>প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধাসমূহ : চূড়ান্ত নির্বাচিতরা ট্রেইনি অফিসার হিসেবে ২৪ সপ্তাহের প্রশিক্ষণ নেবেন। প্রশিক্ষণ শেষে সফল ট্রেইনি অফিসাররা ক্যাপ্টেন পদে কমিশন পাবেন। কমিশন পাওয়ার তারিখ থেকেই এন্টিডেন্ট সিনিয়রিটি দেওয়া হবে আর্মি মেডিক্যাল কোর (এএমসি)-এর জন্য ৩ বছর এবং আর্মি ডেন্টাল কোর (এডিসি)-এর জন্য ২ বছর ৬ মাস। সরকার কর্তৃক নির্ধারিত অন্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতাপ্রাপ্ত হবেন। এ ছাড়া রয়েছে উচ্চতর শিক্ষা ও বিদেশে প্রশিক্ষণ, বাসস্থান, চিকিৎসা, সন্তানদের অধ্যয়নসহ অন্যান্য সরকারি সুযোগ ও সুবিধা।</p>