<p style="text-align: justify;">২২ ধরনের পদে ৫১২ জন নিয়োগ দেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর। পদগুলো ১৩ থেকে ২০তম গ্রেডের। আবেদন করতে হবে অনলাইনে ১ থেকে ৩০ নভেম্বর ২০২৩ তারিখের মধ্যে।</p> <p style="text-align: justify;">১. কম্পিউটার অপারেটর-১টি (অকারিগরি)।</p> <p style="text-align: justify;">বেতন স্কেল : ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)।</p> <p style="text-align: justify;">২. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর-২টি (অকারিগরি)। বেতন স্কেল : ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)।</p> <p style="text-align: justify;">৩. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর-৩টি (অকারিগরি)। বেতন স্কেল : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।</p> <p style="text-align: justify;">৪. লাইব্রেরিয়ান (ইউডিএ)-১টি (অকারিগরি)। বেতন স্কেল : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।</p> <p style="text-align: justify;">৫. সহকারী লাইব্রেরিয়ান (ইউডিএ)-১টি (অকারিগরি)। বেতন স্কেল : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।</p> <p style="text-align: justify;">৬. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-৫৮টি (অকারিগরি)। বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)। </p> <p style="text-align: justify;">৭. হিসাব সহকারী (এলডিএ)-৩১টি (অকারিগরি)। বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।</p> <p style="text-align: justify;">৮. সহকারী স্টোরকিপার-১২টি (অকারিগরি)। বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।<br /> ৯. সেলসম্যান-৩টি (অকারিগরি)। বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।<br /> ১০. গাড়িচালক-৬টি (অকারিগরি)। বেতন স্কেল : ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)।<br /> ১১. পাম্পচালক-৩টি (অকারিগরি)। বেতন স্কেল : ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)।<br /> ১২. ডেসপাচ রাইডার-৫টি (অকারিগরি)। বেতন স্কেল : ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)<br /> ১৩. অফিস সহায়ক-৩২টি (অকারিগরি)। বেতন স্কেল : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।<br /> ১৪. নিরাপত্তা প্রহরী-১৮টি (অকারিগরি)। বেতন স্কেল : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।<br /> ১৫. পোর্টার-১২৩টি (অকারিগরি)। বেতন স্কেল : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।<br /> ১৬. পরিচ্ছন্নতাকর্মী-২টি (অকারিগরি)। বেতন স্কেল : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।<br /> ১৭. কপি হোল্ডার-২৬টি (কারিগরি)। বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।<br /> ১৮. সহকারী চেকার-৬টি (কারিগরি)। বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।<br /> ১৯. মেকানিক (মেকনিক্যাল)-২টি (কারিগরি)।<br /> বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।<br /> ২০. ইলেকট্রিশিয়ান-১টি (কারিগরি)। বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।<br /> ২১. বাইন্ডার-১৭২টি (কারিগরি)। বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।<br /> ২২. কাউন্টার (প্রেস)-৪টি (কারিগরি)।<br /> বেতন স্কেল : ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)।</p> <p style="text-align: justify;"><strong>যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না </strong></p> <p style="text-align: justify;">১ থেকে ১০ নম্বর পদে মানিকগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নড়াইল, বরিশাল, পিরোজপুর ও পটুয়াখালী জেলার অধিবাসীদের আবেদন করার প্রয়োজন নেই।</p> <p style="text-align: justify;">১১ থেকে ১৬ নম্বর পদে মানিকগঞ্জ, গোপালগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, নড়াইল ও ঝালকাঠি জেলার অধিবাসীদের আবেদন করার প্রয়োজন নেই। ১৭ থেকে ২১ নম্বর পদে মানিকগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নড়াইল, বরিশাল, পিরোজপুর ও পটুয়াখালী জেলার অধিবাসীদের আবেদন করার প্রয়োজন নেই।</p> <p style="text-align: justify;">২২ নম্বর পদে মানিকগঞ্জ, গোপালগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, নড়াইল ও ঝালকাঠি জেলার অধিবাসীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে যেকোনো জেলার প্রার্থী যেকোনো পদে আবেদন করতে পারবেন।</p> <p style="text-align: justify;">আবেদনের লিংক : <a href="http://dpp.teletalk.com.bd/">http://dpp.teletalk.com.bd</a></p>