<p>৭ ধরনের পদে ১২ জন নিয়োগ দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)। রাজস্বখাতভুক্ত পদগুলো ১১ থেকে ২০তম গ্রেডের।  পদভেদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি থেকে স্নাতক ডিগ্রি বা সমমান।  আবেদন করতে হবে অনলাইনে ১৫ নভেম্বর ২০২৩ তারিখের মধ্যে।</p> <p> </p> <h3>পদ সংখ্যা, যোগ্যতা ও বেতন :</h3> <p>১. পদের নাম: হিসাবরক্ষক-১টি।<br /> শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।<br /> বেতন: ১২৫০০-৩০২৩০ টাকা (গ্রেড-১১)</p> <p>২. পদের নাম: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর-১টি।<br /> শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।<br /> অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা, এবং সাঁটলিপি (Shorthand) প্রতি মিনিটে বাংলা ৭০টি শব্দ এবং ইংরেজিতে ১০০ শব্দের গতি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।<br /> বেতন: ১১০০০-২৬৫৯০ টাকা (গ্রেড-১৩)।</p> <p>৩. পদের নাম: সহকারী হিসাবরক্ষক-১টি।<br /> শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি।<br /> বেতন: ১১০০০-২৬৫৯০ টাকা (গ্রেড-১৩)।</p> <p>৪. পদের নাম: ড্রাফটসম্যান-২টি।<br /> শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।<br /> অন্যান্য যোগ্যতা: সরকার কর্তৃক কোন অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যানশীপ সার্টিফিকেট প্রাপ্ত।<br /> বেতন: ১০২০০-২৪৬৮ টাকা (গ্রেড-১৪)।</p> <p>৫. পদের নাম: বাবুর্চি-৩টি।<br /> শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।<br /> অন্যান্য যোগ্যতা: বাবুর্চির কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন।<br /> বেতন: ৯০০০-২১৮০০ টাকা (গ্রেড-১৭)।</p> <p>৬. পদের নাম: মেসওয়েটার-২টি।<br /> শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।<br /> অন্যান্য যোগ্যতা: ফুড এন্ড বেভারেজ সার্ভিস এর সনদ প্রাপ্ত তবে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে।<br /> বেতন: ৯০০০-২১৮০ টাকা (গ্রেড-১৭)</p> <p>৭. পদের নাম: অফিস সহায়ক-২টি।<br /> শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।<br /> অন্যান্য যোগ্যতা: প্রার্থীকে শারীরিক যোগ্যতাসম্পন্ন হতে হবে।<br /> বেতন: ৮২৫০-২০০১০ টাকা (গ্রেড-২০)</p> <p><strong>আবেদনের লিংক ও নিয়োগ বিজ্ঞপ্তি :</strong> <a href="http://ssf.teletalk.com.bd" target="_blank">http://ssf.teletalk.com.bd</a></p>