kalerkantho

শুক্রবার । ১৪ কার্তিক ১৪২৭। ৩০ অক্টোবর ২০২০। ১২ রবিউল আউয়াল ১৪৪২

ল্যাপটপ থেকে ফ্রিজ- সব চলবে এই এক ডিভাইসে!

অনলাইন ডেস্ক   

২৯ সেপ্টেম্বর, ২০২০ ১১:৪৯ | পড়া যাবে ১ মিনিটেল্যাপটপ থেকে ফ্রিজ- সব চলবে এই এক ডিভাইসে!

কোথাও হয়তো ঘুরতে গেছেন। সঙ্গে আছে প্রয়োজনীয় ল্যাপটপ থেকে শুরু করে হরেক রকম গ্যাজেট। এসব চার্জ করা তো আর চাট্টিখানি কথা নয়। এসবের জন্য তো আর ভাগে ভাগে এত আর পাওয়াব্যাংকও সঙ্গে নিয়ে ঘোরাঘুরি করা যাবে না। আর এ জন্য আছে ‘পাওয়ার স্টুডিও ৩০০’। 

রেডিওয়ের মতো এই ডিভাইস দিয়ে ল্যাপটপ থেকে শুরু করে ছোটখাটো ফ্রিজ পর্যন্ত চালানো যাবে।  দাম পড়বে ১৯৯ থেকে ৪১৯ ডলার।     

সূত্র : ম্যাশাবল

মন্তব্যসাতদিনের সেরা